Monday, July 3, 2023



সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতের সনামধন্য একটি ব্যাঙ্ক। এই ব্যাঙ্কের পক্ষ থেকে প্রায়শই বিভিন্ন পদে কর্মসংস্থানের সুযোগ দেওয়া হয়। সম্প্রতি সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্য জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

পদের নাম- Manager Scale II (Mainstream)
মোট শূন্যপদ- ১০০০ টি। (SC- ১৫০ টি, ST- ৭৫ টি, OBC- ২৭০ টি, EWS- ১০০ টি, GEN- ৪০৫ টি।)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Graduation পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
বয়সসীমা- ৩১ মে ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।
বেতন- MMG SCALE II অনুযায়ী ৪৮,১৭০ টাকা থেকে ৬৯,৮১০ টাকা।

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদন ফি- আবেদন ফি বাবদ GEN, OBC, EWS প্রার্থীদের ক্ষেত্রে ৮৫০/- টাকা + ১৮% GST ধার্য করা হয়েছে। এবং SC, ST, PWD এবং Woman প্রার্থীদের ক্ষেত্রে ১৭৫/- টাকা + ১৮% GST ধার্য করা হয়েছে। আবেদন ফি জমা করা যাবে Net Banking, Credit Card, Debit Card -এর মাধ্যমে।

নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের অনলাইন পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।



আবেদনের শেষ তারিখ- ১৫ জুলাই, ২০২৩।

Official Notification: Download Now
Apply Now: Click Here


No comments:

Post a Comment