রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। দেশ জুড়ে একগুচ্ছ শূন্যপদে হাবিলদার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সম্প্রতি। মাধ্যমিক পাশের যোগ্যতায় প্রার্থীরা এই নিয়োগ পরীক্ষায় বসতে পারবেন। প্রায় কয়েকশো শূন্যপদে চাকরি দেওয়া হবে প্রার্থীদের। হাবিলদার পদে নিয়োগ পাওয়া প্রার্থীরা মাসিক বেতন পাবেন, ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা পর্যন্ত। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, সময়সীমা-সহ যাবতীয় তথ্যগুলি বিস্তারিতভাবে জানানো হল।
দেশজুড়ে আয়োজিত হতে চলেছে হাবিলদার নিয়োগের পরীক্ষা। মোট ৩৬০টি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে নির্বাচিত প্রার্থীদের। পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীরাও এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। রাজ্যের যে কোনো প্রান্তের পুরুষ ও মহিলা প্রার্থীরা পরীক্ষায় বসার আবেদন জানাতে পারবেন অনলাইনের মাধ্যমে। তবে, আবেদন যোগ্যতা সম্বন্ধীয় বেশ কিছু নিয়ম রয়েছে। আসুন দেখে নেওয়া যাক সেগুলি কী কী। প্রথমত, আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাশ। যে কোনোও বোর্ডের বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে তাঁকে। দ্বিতীয়ত, প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। তবে অনগ্রসর শ্রেণীর প্রার্থীদের জন্য ৩ বছরের ছাড় রয়েছে। আর শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১০ বছরের ছাড় দেওয়া হয়েছে। হাবিলদার পদে নিয়োগ পাওয়া প্রার্থীরা বেতন পাবেন সপ্তম বেতন কমিশনের পে লেভেল ৬ অনুযায়ী।
আবেদন জানাবেন কিভাবে? আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। তার জন্য একটি বৈধ মেল আইডি ও ফোন নম্বর থাকতে হবে। স্টাফ সিলেকশন কমিশন (SSC)-এর অফিসিয়াল ওয়েবসাইট (ssc.nic.in)-এ গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর পরীক্ষার অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে, প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করে আবেদনপত্রটি সাবমিট করতে হবে। পরীক্ষার আবেদন গ্রহণ শুরু হয়ে গিয়েছে। যা চলবে আগামী ২১ জুলাই পর্যন্ত। খুব সম্ভবত নিয়োগ পরীক্ষাটি হবে চলতি বছরের সেপ্টেম্বর মাস নাগাদ। এ বিষয়ে যাবতীয় তথ্য পাবেন কমিশনের ওয়েবসাইটে। প্রসঙ্গত, কিছুদিন আগেই বিস্তারিত বিজ্ঞপ্তি দিয়ে মাল্টি টাস্কিং নন টেকনিক্যাল স্টাফ ও হাবিলদার নিয়োগ প্রক্রিয়ার ঘোষণা করেছে এসএসসি। আগ্রহী প্রার্থীরা অতি সত্বর আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।
Official Website: Apply Now
স্টাফ সিলেকশন কমিশন কেন্দীয় সরকারের নিয়োগকারী সংস্থা। সারা বছর ধরে বিভিন্ন সরকারি ক্ষেত্রের বিভিন্ন পদে নিয়োগ করা হয় এই কমিশনের মাধ্যমে। কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশনের (SSC) মাধ্যমে কয়েক হাজার শূন্যপদে মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, মোট শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের এই প্রতিবেদনে।
Employment No.- F.No.HQ-PPI03/12/2023-PP_1

পদের নাম- Multi-Tasking Staff (MTS)
মোট শূন্যপদ- ১১৯৮ টি।
শিক্ষাগত যোগ্যতা- আবেদন করার জন্য ইচ্ছুক চাকরিপ্রার্থীদের যেকোনো বোর্ডের বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ হতে হবে।
বয়সসীমা- চাকরিপ্রার্থীদের বয়স হবে নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে। তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের জন্য ৫ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর প্রার্থীদের জন্য ৩ বছরের বয়সের ছাড় রয়েছে। শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১০ বছরের বয়সের ছাড় রয়েছে।
মাসিক বেতন- সপ্তম বেতন কমিশনের পে লেভেল ৬ অনুযায়ী ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা।
পদের নাম- Havaldar
মোট শূন্যপদ- ৩৬০ টি।
শিক্ষাগত যোগ্যতা- আবেদন করার জন্য ইচ্ছুক চাকরিপ্রার্থীদের যেকোনো বোর্ডের বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ হতে হবে।
বয়সসীমা- চাকরিপ্রার্থীদের বয়স হবে নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে। তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের জন্য ৫ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর প্রার্থীদের জন্য ৩ বছরের বয়সের ছাড় রয়েছে। শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১০ বছরের বয়সের ছাড় রয়েছে।
মাসিক বেতন- সপ্তম বেতন কমিশনের পে লেভেল ৬ অনুযায়ী ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা।
আবেদন পদ্ধতি– আগ্রহী প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার জন্য একটি বৈধ মোবাইল নম্বর এবং মেইল আইডি থাকতে হবে। স্টাফ সিলেকশন কমিশন এর অফিশিয়াল ওয়েবসাইটে (ssc.nic.in) প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। যারা আগে রেজিস্ট্রেশন করে রেখেছেন তাদের দ্বিতীয়বার করতে হবে না, তারা সরাসরি আবেদন করতে পারবেন।
আবেদন ফী- আবেদন ফী দিতে হবে ১০০/- টাকা। মহিলা, SC, ST, PWD, Ex-Servicemen প্রার্থীদের কোনো আবেদন ফী দিতে হবে না।
নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (পেপার-I) এবং বর্ণনামূলক পরীক্ষা (পেপার II) এবং নথি যাচাইয়ের মাধ্যমে নির্বাচিত করা হবে।

আবেদনের শেষ তারিখ- ২১ জুলাই, ২০২৩।
Official Notification: Download Now
Official Website: Apply Now
No comments:
Post a Comment