ভারতীয় অর্থনীতির মূল ধারার সঙ্গে কৃষি সর্বাঙ্গীন ভাবে জড়িত থাকার ফলে সরকারি এবং বেসরকারি দুই ক্ষেত্রে প্রায়শঃই থাকে কর্মসংস্থানের সুযোগ। সম্প্রতি ভারতীয় কোঅপারেটিভ জেনারেল ইন্সুরেন্স লিমিটেড কোম্পানির পক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, মাসিক বেতন সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো আজকের এই প্রতিবেদনে।
Employment No.- 20-23/2023-FBA
পদের নাম- Fasal Bima Assistant
মোট শূন্যপদ- ৯৪৯ টি। (GEN- ৪৪৯ টি, SC- ১১১ টি, ST- ১০২ টি, OBC- ১৩০ টি, EWS- ১১৫ টি, PwBD- ৪২ টি।)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। দশম শ্রেণী পর্যন্ত আবশ্যিক বা ঐচ্ছিক বিষয় হিসেবে বাংলা বিষয় পড়ে থাকতে হবে চাকরিপ্রার্থীদের।
বয়সসীমা- ১৫ জুলাই ২০২৩ তারিখের নিরিখে চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থী বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন- ২১,০০০ টাকা + House Rent Allowance + Travel Allowance + Dearness Allowance
আবেদন পদ্ধতি- সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন জানাতে হবে চাকরিপ্রার্থীদের। অনলাইনে আবেদন করতে হবে www.bharatinsurance.org এই ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের একটি বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি থাকা আবশ্যক।
আবেদন ফি- এই পদে আবেদন করার জন্য এককালীন ২৫০/- টাকা আবেদন ফি জমা করতে হবে চাকরিপ্রার্থীদের। UPI এর মাধ্যমে আবেদন ফি জমা করা যাবে।
নিয়োগ পদ্ধতি- মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে প্রকাশিত মেরিট লিস্ট ভুক্ত প্রার্থীদের ১৫ দিনের ট্রেনিং -এর মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদনের শেষ তারিখ- ১৫ জুলাই, ২০২৩।
Official Notification: Download Now
Official Website: Click Here
No comments:
Post a Comment