Thursday, July 13, 2023

 

ভারত সরকারের অনুমোদিত সংস্থা ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে অ্যাপ্রেন্টিসশিপ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট দুটি বিভাগের এই প্রশিক্ষণ দেওয়া হবে, বিভাগ দুটি হল- গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিস। সমস্ত ভারতীয় নাগরিকরা পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, বয়সসীমা ইত্যাদি বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো আজকের এই প্রতিবেদন।

প্রশিক্ষণের নাম- Graduate Apprentices, Technician (Diploma)/ Non Engineering Graduate Apprentice
মোট শূন্যপদ- ১৩৮ টি। (Chemical- ২৯ টি, Civil- ১৪ টি, Electrical- ১৯ টি, Instrumentation- ১৮ টি, Mechanical- ৩৮ টি, Technology Computer Science- ২ টি, Fire & Safety- ৮ টি, B.Com- ৬ টি, B.Sc- ৪ টি।)

শিক্ষাগত যোগ্যতা- Graduate Apprentices পদে আবেদন করার জন্য সংশ্লিষ্ট বিভাগগুলিতে পূর্ণ সময়ের স্নাতক ইঞ্জিনিয়ারিং ডিগ্রী প্রাপক হতে হবে। Technician (Diploma)/ Non Engineering Graduate Apprentice পদে আবেদন করার জন্য ইঞ্জিনিয়ারিং বিষয়ের সংশ্লিষ্ট বিভাগ গুলিতে ডিপ্লোমা ডিগ্রী প্রাপক হতে হবে।

বয়সসীমা- এই প্রশিক্ষণে আবেদন করার জন্য প্রার্থীদের ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে। প্রার্থীদের জন্ম তারিখ হতে হবে ০১ সেপ্টেম্বর ১৯৯৬ থেকে ০১ সেপ্টেম্বর ২০০৫ তারিখের মধ্যে।

প্রশিক্ষণের সময়সীমা- উক্ত দুইটি ট্রেডের ক্ষেত্রেই ১ বছরের প্রশিক্ষণ দেওয়া হবে।

স্টাইপেন্ড- গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসদের মাসিক ২৫,০০০/- টাকা এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসদের মাসিক ১৮,০০০/- টাকা স্টাইপেন্ড দেয়া হবে।

আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। www.mhrdnats.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি পূর্ণ করে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রার্থীদের একটি বৈধ ইমেইল আইডি এবং একটি মোবাইল নম্বর থাকা আবশ্যক। আবেদন জানানোর পর প্রাপ্ত শংসাপত্রটি নিজেদের কাছে রেখে দেবেন চাকরিপ্রার্থীরা।

আবেদনের শেষ তারিখ- ৪ সেপ্টেম্বর, ২০২৩।

Official Notification: Download Now
Official Website: Apply Now


No comments:

Post a Comment