নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (NPCIL) সম্প্রতি তাদের অফিশিয়াল ওয়েবসাইটে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি ও শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো আজকের এই প্রতিবেদনে।
Employment No.- ITI /01/2023
পদের নাম- Fitter
মোট শূন্যপদ- ২৫ টি। (SC- ৫ টি, OBC- ৬ টি, EWS- ২ টি, UR- ১২ টি।)
বয়সসীমা- ১৮ জুলাই ২০২৩ তারিখ অনুযায়ী নূন্যতম ১৪ বছর থেকে সর্বোচ্চ ২৪ বছর বয়সের প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে ITI ডিগ্রী প্রাপকরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
পদের নাম- Electrician
মোট শূন্যপদ- ১৬ টি। (SC- ৩ টি, ST- ১ টি, OBC- ৪ টি, EWS- ২ টি, UR- ৬ টি।)
বয়সসীমা- ১৮ জুলাই ২০২৩ তারিখ অনুযায়ী নূন্যতম ১৪ বছর থেকে সর্বোচ্চ ২৪ বছর বয়সের প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে ITI ডিগ্রী প্রাপকরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
পদের নাম- Electronic Mechanics
মোট শূন্যপদ- ৯ টি। (SC- ১ টি, OBC- ৩ টি, EWS- ১ টি, UR- ৪ টি।)
বয়সসীমা- ১৮ জুলাই ২০২৩ তারিখ অনুযায়ী নূন্যতম ১৪ বছর থেকে সর্বোচ্চ ২৪ বছর বয়সের প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে ITI ডিগ্রী প্রাপকরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
মাসিক স্টাইপেন্ড- ১ বছরের কোর্স করা প্রার্থীদের ৭,৭০০/- টাকা এবং ২ বছরের কোর্স করা প্রার্থীদের ৮,৮৫৫/- টাকা মাসিক স্টাইপেন্ড দেওয়া হবে।
আবেদন পদ্ধতি- যোগ্য প্রার্থীরা বাড়িতে বসেই সম্পূর্ণ অনলাইন মাধ্যমে নিজের মোবাইল অথবা কম্পিউটার স্ক্রিন থেকে আবেদন করতে পারবেন। তার জন্য প্রার্থীদের NPCIL -এর ওয়েবসাইটে গিয়ে রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করতে হবে। তবে আপনাদের জন্য এই পোষ্টের নিচেই দেওয়া থাকছে আবেদন লিংক। আবেদন করার জন্য একটি বৈধ মোবাইল নম্বর ও ইমেইল আইডি থাকা আবশ্যক।
নিয়োগ পদ্ধতি- সংশ্লিষ্ট ITI ট্রেডে প্রার্থীর প্রাপ্ত নাম্বারের শতাংশের ভিত্তিতে প্রার্থীদের বাছাই করা হবে। ITI ট্রেড প্রাপ্ত নাম্বারের টাই হলে মাধ্যমিকের প্রাপ্ত নাম্বারের শতাংশের ভিত্তিতে প্রার্থীদের বাছাই করা হবে।
নিয়োগ স্থান- Narora Atomic Power Station, Narora, Bulandshahr, Uttar Pradesh -203389
আবেদনের শেষ তারিখ- ১৮ জুলাই ২০২৩।
Official Notification: Download Now
Official Website: Apply Now
.png)
No comments:
Post a Comment