Employees’ Provident Fund Organization বা EPFO তে আড়াই হাজারেরও বেশি পদে গ্রুপ-C কর্মী নিয়োগের জন্য আবেদন চলছে। এখানে কর্মীদের কেন্দ্রীয় সরকারি হারে বেতন দেওয়া হবে। এখানে আলাদা আলাদা পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীরা এখানে দেশের যে কোন রাজ্য থেকে আবেদন করতে পারবেন। সেই অনুযায়ী পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে আপনিও আবেদন করতে পারবেন।
পদের নাম, যোগ্যতা, শূন্যপদ এবং অন্যান্য তথ্য
1. সোশ্যাল সেকুরিটি অফিসার- গ্রুপ-সি (Social Security Assistant- Group C)
শূন্যপদ- এখানে রাজ্য ভিত্তিক আলাদা আলাদা করে শূন্যপদের সংখ্যা প্রকাশ করা হয়েছে। সারা দেশে মোট 2674 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক পাশ করে থাকতে হবে প্রার্থীদের। সাথে মিনিটে 35 টি ইংরেজি শব্দ অথবা মিনিটে 30 টি হিন্দি শব্দ কম্পিউটারে টাইপ করার দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা- 18 বছর থেকে 27 বছর বয়স পর্যন্ত সকল যোগ্য প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতন- এখানে প্রার্থীদের লেভেল-5 অনুসারে 29,200 থেকে 92,300 টাকা বেতন দেওয়া হবে।
2. স্টেনোগ্রাফার- গ্রুপ-সি (Stenographer- Group C)
শূন্যপদ- বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সারা দেশে মোট 185 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- উচ্চ মাধ্যমিক পাশ করার সাথে স্টেনোগ্রাফির কাজ জানতে হবে।
বয়সসীমা- 18 বছর থেকে 27 বছর বয়স পর্যন্ত সকল যোগ্য প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতন- এখানে প্রার্থীদের লেভেল-4 অনুসারে 25,500 থেকে 81,100 টাকা বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
1. Social Security Assistant
এখানে প্রার্থীদের দুই দফা পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে। প্রথমে একটি লিখিত পরীক্ষা দিতে হবে যেখানে General Aptitude থেকে 30 টি, General Knowledge/ General Awareness থেকে 30 টি, Quantitative Ability থেকে 30 টি, General English এবং Comprehension থেকে 50 টি এবং Computer Literacy থেকে 10 টি প্রশ্ন আসবে। মোট প্রশ্ন সংখ্যা থাকবে 150 টি এবং প্রতি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 4 নম্বর করে মোট 600 নম্বরের পরীক্ষা হবে। প্রতি ভুল প্রশ্নের জন্য 1 নম্বর করে নেগেটিভ হবে।
এখানে উত্তীর্ণ প্রার্থীদের কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে। এই পরীক্ষাটি পাশ করবেন যেসব প্রার্থীরা, তাদের নিয়ে মেরিট লিস্ট তৈরি করা হবে, সেখান থেকে প্রার্থীদের নির্বাচন করা হবে।
2. Stenographer
এখানে প্রার্থীদের CBT এবং স্টেনোগ্রাফির টেস্ট নেওয়া হবে। CBT তে General Aptitude থেকে 50 টি, General Awareness [এবং Computer Awareness ] থেকে 50 টি এবং English Language এবং Comprehension থেকে 100 টি প্রশ্ন থাকবে। মোট প্রশ্ন সংখ্যা থাকবে 200 টি এবং প্রতি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 4 নম্বর করে মোট 800 নম্বরের পরীক্ষা হবে। প্রতি ভুল প্রশ্নের জন্য 1 নম্বর করে নেগেটিভ হবে। সময় দেওয়া হবে 2.30 ঘন্টা।
এখানে উত্তীর্ণ প্রার্থীদের স্টেনোগ্রাফি টেস্টের জন্য ডাকা হবে। এই পরীক্ষাটি পাশ করবেন যেসব প্রার্থীরা, তাদের নিয়ে মেরিট লিস্ট তৈরি করা হবে, সেখান থেকে প্রার্থীদের নির্বাচন করা হবে।
অনলাইন আবেদন পদ্ধতি
এখানে অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। এর জন্য https://recruitment.nta.nic.in বা www.epfindia.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় সার্টিফিকেটের ছবি এবং নিজের পাসপোর্ট সাইজের রঙিন ছবি আপলোড করে আবেদন মূল্য পে করে ফর্মটি সাবমিট করতে হবে।
আবেদন মূল্য
এখানে SC/ST/PwBD/Female Candidates/Ex-Servicemen ছাড়া সকল প্রার্থীদের 700 টাকা করে আবেদন মূল্য বাবদ পেমেন্ট করতে হবে।
আবেদনের সময়সীমা
26 এপ্রিল 2023 তারিখের মধ্যে প্রার্থীদের এখানে আবেদন করে ফেলতে হবে।
অফিসিয়াল নোটিশ: Download
অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
No comments:
Post a Comment