Tuesday, April 18, 2023

 

অয়েল ইন্ডিয়া লিমিটেড (Oil India Limited-OIL)-এর তরফে অনেক গুলি পদের জন্য বিভিন্ন যোগ্যতায় কর্মী নিয়োগের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে। তিন ধরণের বেতনক্রমের পদ আছে এখানে। মাধ্যমিক পাশ সহ আরো অন্যান্য যোগ্যতায় এখানে আবেদন করা যাবে। পদের নাম, শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া প্রভৃতি তথ্য একে একে দেখে নিন। 

Oil India Limited-এ নিয়োগের বিস্তারিত তথ্য 

1. পদের নাম- GRADE-III (PAY SCALE ₹ 26,600.00 – 90,000.00)

  • PCM12023 (15 টি শূন্যপদ)
  • Mechanic Diesel Trade (54 টি শূন্যপদ)
  • Fitter Trade (28 টি শূন্যপদ)
  • Boiler Attendant (25 টি শূন্যপদ)
  • Welder Trade (3 টি শূন্যপদ)
  • Instrument Mechanic (9 টি শূন্যপদ) রয়েছে।

যোগ্যতা – মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবং নির্দিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেট থাকলেই এখানে আবেদন করা যাবে।

বয়সসীমা – সর্বোচ্চ 30 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

2. পদের নাম- GRADE-V (PAY SCALE ₹ 32,000.00 – 1,27,000.00)

  • TCL12023 (20 টি শূন্যপদ)
  • Boiler Attendant (15 টি শূন্যপদ)
  • Nurse (8 টি শূন্যপদ) রয়েছে।

যোগ্যতা – নির্দিষ্ট বিষয়ে ডিপ্লোমা এবং নার্সিং ডিগ্রি থাকলে এখানে আবেদন করতে পারবেন প্রার্থীরা।

বয়সসীমা – সর্বোচ্চ 30 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

3. পদের নাম- GRADE-VII (PAY SCALE ₹ 37,500.00 – 1,45,000.00)

  • Civil Engineer, Mechanical (4 টি শূন্যপদ)
  • Engineer (3 টি শূন্যপদ)
  • Instrumentation and Control Engineer (3 টি শূন্যপদ) রয়েছে।

যোগ্যতা – তিনটি পদে আবেদন করার জন্য নির্দিষ্ট বিষয় নিয়ে ডিপ্লোমা করে থাকতে হবে প্রার্থীদের।

বয়সসীমা – এখানেও সর্বোচ্চ 30 বছর বয়স অবধি প্রার্থীরা আবেদন করতে পারবেন।

নিয়োগ পদ্ধতি 

প্রতিটি পদের জন্যই কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবে। এখানে কোনও নেগেটিভ মার্কিং থাকবে না। 2 ঘন্টার পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার তিনটি বিভাগ থাকবে –

(1) ইংরেজি ভাষা এবং সাধারণ জ্ঞান/সচেতনতা এবং অয়েল ইন্ডিয়া লিমিটেড নিয়ে প্রশ্ন – 20%

(2) রিজনিং, পাটিগণিত এবং মেন্টাল অ্যাবিলিটি – 20%

(3) যে পদের জন্য আবেদন করা হয়েছে, সেই পদ সম্পর্কিত প্রশ্ন – 60%
এই ভাবে মোট 100 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষার ভিত্তিতেই মেরিট লিস্ট তৈরি করা হবে এখানে।

আবেদন পদ্ধতি 

https://www.oil-india.com/Current_openNew.aspx এই ওয়েবসাইটে গিয়ে Registration Form (Online)’ অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করে সাবমিট করতে হবে। সাথে দিতে হবে আবেদন মূল্য।

আবেদন ফি

কেবলমাত্র জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের 200 টাকা করে আবেদন মূ্ল্য দিতে হবে।

আবেদনের সময়সীমা

25/04/2023 তারিখের 11:59 p.m. সময় অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

 অফিসিয়াল নোটিশ: Download

অনলাইনে আবেদন করুন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

No comments:

Post a Comment