Thursday, April 13, 2023

 



15.04.2023 কর্মসংস্থান পেপার 👉 Click Here or Click Here


08.04.2023 কর্মসংস্থান পেপার 👉 Click Here or Click Here

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্স (AIIMS) -এর পক্ষ থেকে সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শীঘ্রই তারা এ বছরের নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট (NORCET) আয়োজন করতে চলেছে। এই পরীক্ষার মাধ্যমে সারা ভারতবর্ষের এইমস্ প্রতিষ্ঠান গুলিতে স্টাফ নার্স নিয়োগ করা হবে। যোগ্য চাকরিপ্রার্থীরা পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া, আবেদন ফি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হলো আজকের এই প্রতিবেদনে।

Employment no- 76/2023

পদের নাম- Nursing Officer
মোট শূন্যপদ- ৩০৫৫ টি। (UR – ১৩০৪ টি, OBC – ৮০৮ টি, SC – ৪৪৭ টি, ST – ১৯৮ টি, EWS – ২৯৮ টি।)

কল্যানী এইমস -এ মোট শূন্যপদ- ২৪ টি। (UR – ১২ টি, OBC – ৭ টি, SC – ২ টি, ST – ২ টি, EWS – ১ টি।)

শিক্ষাগত যোগ্যতা- ইচ্ছুক প্রার্থীদের Diploma in GNM, B.Sc Nursing অথবা Post – Basic B.Sc Nursing পাশ আউট হতে হবে।

মাসিক বেতন- কেন্দ্রীয় সরকারের পে কমিশনের অন্তিম সুপারিশ অনুযায়ী প্রার্থীদের মাসিক বেতন প্রদান করা হবে।

বয়সসীমা- ইচ্ছুক চাকরি প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে। তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের জন্য সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীরা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন জমা করতে পারবেন। আবেদন করার জন্য প্রার্থীদের AIIMS India – র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে নিজেদের রেজিস্টার করতে হবে এবং তারপরে উপযুক্ত পদ্ধতি মেনে আবেদন করতে হবে।

আবেদন ফি- Gen. এবং OBC প্রার্থীদের জন্য আবেদন ফি ধার্য করা হয়েছে ৩০০০/- টাকা। SC এবং ST প্রার্থীদের জন্য আবেদন ফি ধার্য করা হয়েছে ২৪০০/- টাকা। PwD প্রার্থীদের জন্য কোনো আবেদন ফি লাগবে না।

আবেদনের শেষ তারিখ- ৫ মে, ২০২৩।
CBT পরীক্ষার তারিখ- ৩ জুন, ২০২৩।\

Official Notification: Download Now
Official Website: Apply Now

No comments:

Post a Comment