1.কোথাকার চার্চগেট রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে রাখা হলো ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রথম গভর্নর সি. ডি. দেশমুখের নামে?
ⓐ মুম্বাই
ⓑ দিল্লি
ⓒ চেন্নাই
ⓓ বেঙ্গালুরু
2.আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণাকারী Sergio Ramos কোন দেশের খেলোয়াড়?
ⓐ ফ্রান্স
ⓑ ব্রাজিল
ⓒ বেলজিয়াম
ⓓ স্পেন
3.‘Entrepreneur of the Year 2022’ শিরোপা জিতলেন কে?
ⓐ শচীন বানসাল
ⓑ এন.আর. নটরাজন
ⓒ সজ্জন জিন্দাল
ⓓ অনুপম মিত্তাল
4.কায়রোতে অনুষ্ঠিত ISSF World Cup 2023-এ ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে কীসের মেডেল জিতলেন ভারতের রুদ্রাঙ্কশ পাতিল?
ⓐ ব্রোঞ্জ
ⓑ সোনা
ⓒ রূপো
ⓓ তামা
5.কোন রাজ্যের সমস্ত রেললাইনের বিদ্যুতিকরন সম্পূর্ণ ইন্ডিয়ান রেলওয়েস?
ⓐ উত্তরপ্রদেশ
ⓑ গুজরাট
ⓒ বিহার
ⓓ মহারাষ্ট্র
6.জেনেভাতে International Labour Organization (ILO)-এর এক্সটার্নাল অডিটর পদে নিযুক্ত হলেন কোন ভারতীয়?
ⓐ অজিত সেনাটি
ⓑ বিকাশ রঞ্জন
ⓒ গিরিশ চন্দ্র মুর্মু
ⓓ প্রিয়ব্রত সেন
7.কোন শ্রেণী পর্যন্ত গুজরাটি শেখা বাধ্যতামূলক করলো গুজরাট সরকার?
ⓐ পঞ্চম
ⓑ অষ্টম
ⓒ দশম
ⓓ দ্বাদশ
8.Ola, Rapido, Uber ইত্যাদি বাইক ট্যাক্সি সার্ভিস ব্যান করলো কোন সরকার?
ⓐ দিল্লি
ⓑ কর্ণাটক
ⓒ পশ্চিমবঙ্গ
ⓓ গোয়া
9.All India Taekwondo Championship 2023 হোস্ট করছে কোন শহর?
ⓐ নাগপুর
ⓑ কানপুর
ⓒ নিউ দিল্লি
ⓓ চেন্নাই
10.World Bank-এর পরবর্তী নতুন প্রেসিডেন্ট পদে নিযুক্ত হচ্ছেন কে?
ⓐ সত্য নাদেলা
ⓑ অজয় বঙ্গ
ⓒ ঋষি সুনক
ⓓ কেউই নন
No comments:
Post a Comment