রাজ্যে বহু প্রতীক্ষার পর প্রকাশিত হলো West Bengal Constable Main Result 2020। এদিন ৩ আগস্ট বুধবার WBP CONSTABLE MAIN পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। যেসব প্রার্থীরা West Bengal Constable Main 2020 পরীক্ষা দিয়েছিলে তার খুব সহজে রেজাল্ট চেক করে নিন। নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে কয়েকটি স্টেপ কমপ্লিট করে চেক করুন নিজের রেজাল্ট।
যেসব প্রার্থীরা West Bengal Constable Main পরীক্ষা পাশ করেছেন তাদের সকলকে অভিনন্দন। চূড়ান্ত ধাপে West Bengal Constable Main পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপে Personality Test বা Interview হবে। ইন্টারভিউ শুরু হবে ১৭ অগাস্ট থেকে।
Check WBP Constable Main Result
Step-1: WBP CONSTABLE results চেক করার জন্য নিচের দেওয়া বাটনে ক্লিক করুন।
Step-2: তারপর WBP CONSTABLE পরীক্ষার এপ্লিকেশন সিরিয়াল নাম্বার দিতে হবে। তার ঠিক নিচে দিতে হবে জন্ম তারিখ।
Step-3: তারপরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এভাবেই খুব সহজে WBP CONSTABLE MAIN RESULT 2020 চেক করে নিতে পারবেন।
যেসব প্রার্থীরা West Bengal Constable Main 2020 পরীক্ষা পাশ করেছেন। তাদের পরবর্তী ধাপে ইন্টারভিউ শুরু হবে ১৭ আগস্ট থেকে। ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল ইন্টারভিউর জন্য ৮ আগস্ট থেকে এডমিট কার্ড ডাউনলোড করা যাবে। এডমিট কার্ড ডাউনলোড করার ক্ষেত্রে WBP Constable পরীক্ষার এপ্লিকেশন সিরিয়াল নাম্বার দিতে হবে। তার ঠিক নিচে দিতে হবে জন্ম তারিখ। জন্ম তারিখ দিতে হবে (DD/MM/YYYY) ফরমেটে।
No comments:
Post a Comment