দৈনন্দিন দুরস্থ চাকরির বাজারে ভালো বেতনের চাকরির সন্ধান নিয়ে এসেছি আমরা। বর্তমান সময়ে চাকরি ঠিক যতটা দুষ্প্রাপ্য, তার চেয়েও দুষ্প্রাপ্য সঠিক ভালো বেতনের চাকরির। সেইজন্যেই আমরা আজকে নিয়ে এসেছি মোটা বেতনে কেন্দ্রীয় সংস্থায় চাকরির বিজ্ঞপ্তির খবর। সম্প্রতি ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (UCIL) একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বলা বাহুল্য ভারতের যেকোনো প্রান্তের অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরিপ্রার্থীরা এই সংস্থায় চাকরির জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, মোট শূন্যপদ, আবেদন পদ্ধতি ইত্যাদি বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের এই প্রতিবেদনে।
Employment No.- 04/2023
পদের নাম- General Manager (P&IRs)
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- ভারতের যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Personnel Management, Labour/ Social Welfare, IR, Social Work, Social Behavioral Science, Training & Development বা MBA ইত্যাদি বিষয়ে ডিপ্লোমা অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী প্রাপক চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে আবদেনকারীদের।
মাসিক বেতন- প্রার্থীদের ২৬,৯৭,৫২০/- টাকার বার্ষিক প্যাকেজ অনুযায়ী মাসিক বেতন দেওয়া হবে।
বয়সসীমা- আবেদন করার জন্য প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা হতে হবে ৫০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।
পদের নাম- Supervisor (Chemical)
মোট শূন্যপদ- ১৩ টি। (UR- ৭ টি, EWS- ১ টি, OBC- ৩ টি, SC- ১ টি, ST- ১ টি।)
শিক্ষাগত যোগ্যতা- ভারতের যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে B.Sc.(H) in Chemistry/ Diploma in Chemical Engineering বিষয়ে ডিপ্লোমা অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী প্রাপক চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে আবদেনকারীদের।
মাসিক বেতন- ৮,০৯,২৫৬/- টাকার বার্ষিক প্যাকেজ অনুযায়ী মাসিক বেতন দেওয়া হবে।
বয়সসীমা- আবেদন করার জন্য প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা হতে হবে ৩৫ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।
পদের নাম- Foreman (Mining)
মোট শূন্যপদ- ২০ টি। (UR- ১০ টি, EWS- ২ টি, OBC- ৫ টি, SC- ২ টি, ST- ১ টি।)
শিক্ষাগত যোগ্যতা- ভারতের যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Diploma in Mining & Mine Surveying বিষয়ে ডিপ্লোমা অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী প্রাপক চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে আবদেনকারীদের।
মাসিক বেতন- ৮,০৯,২৫৬/- টাকার বার্ষিক প্যাকেজ অনুযায়ী মাসিক বেতন দেওয়া হবে।
বয়সসীমা- আবেদন করার জন্য প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা হতে হবে ৩৫ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।
পদের নাম- Foreman (Mechanical)
মোট শূন্যপদ- ২০ টি। (UR- ৬ টি, EWS- ২ টি, OBC- ২ টি, SC- ২ টি।)
শিক্ষাগত যোগ্যতা- ভারতের যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Diploma in Mechanical Engineering বিষয়ে ডিপ্লোমা অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী প্রাপক চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে আবদেনকারীদের।
মাসিক বেতন- ৮,০৯,২৫৬/- টাকার বার্ষিক প্যাকেজ অনুযায়ী মাসিক বেতন দেওয়া হবে।
বয়সসীমা- আবেদন করার জন্য প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা হতে হবে ৩৫ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।
আবেদন পদ্ধতি- আবেদনকারীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এখানে চাকরির জন্য আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের www.uraniumcorp.in ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ওয়েবসাইটে ভিজিট করার পর নির্দিষ্ট বিকল্প বেছে নিয়ে অনলাইন ‘Application Form’ পূরণ করতে হবে।
আবেদন ফি- UR, EWS, OBC প্রার্থীদের এককালীন ৫০০/- টাকা আবেদন ফি প্রদান করতে হবে। SC, ST, PwBD এবং Female প্রার্থীদের কোনো আবেদন ফি প্রদান করতে হবে না। “SBI Collect” এর মাধ্যমে আবেদন ফি জমা করতে হবে আবেদনকারীদের।
নিয়োগ পদ্ধতি- লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদনের শেষ তারিখ- ১৮ আগস্ট, ২০২৩।
Official Notification: Download Now
Official Website: Apply Now
No comments:
Post a Comment