রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কেন্দ্রীয় চামড়া গবেষণা কেন্দ্রে চাকরির সুযোগ। সম্প্রতি এই বিষয়ক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে। ভারতের যেকোনো নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার আগে আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন ইত্যাদি বিস্তারিত তথ্য জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে।
Employment No.- 23(374)/2023-EI
পদের নাম- Scientific Administrative Assistant
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- ভারতের যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান/ বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ের স্নাতক চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীদের MS Word এবং MS Excel সফটওয়্যারে কাজের অভিজ্ঞতা রাখতে হবে। এছাড়াও বাংলা, হিন্দি এবং ইংরেজি ভাষায় কথা বলা এবং টাইপিংয়ের দক্ষতা রাখতে হবে।
মাসিক বেতন- ১৮,০০০/- + HRA
বয়সসীমা- এই পদে আবেদনকরার জন্য চাকরিপ্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে ৫০ বছরের মধ্যে।
আবেদন পদ্ধতি- এই পদে চাকরির জন্য আলাদাভাবে আবেদন করার প্রয়োজন নেই। চাকরিপ্রার্থীদের প্রয়োজনীয় নথিপত্র সহ পূরণ করা আবেদনপত্র নিয়ে ইন্টারভিউর দিন সংস্থার নির্দিষ্ট দপ্তরে উপস্থিত হতে হবে। আবেদনপত্র পেয়ে যাবেন সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে। অন্য কোনো ভাবে আবেদন জমা করলে সংস্থার তরফে সেটিকে বাতিল করা হবে।
ইন্টারভিউর ঠিকানা- CSIR-CLRI Regional Centre, 3/1C, Mathewartola Road, Tangra, Kolkata, West Bengal 700046
ইন্টারভিউর তারিখ- ২৪ জুলাই, ২০২৩।
বিঃ দ্রঃ- প্রত্যেক চাকরিপ্রার্থীকে সকাল ১১ টার মধ্যে ইন্টারভিউর স্থানে উপস্থিত হতে হবে। ১১ টার পর পৌঁছানো চাকরিপ্রার্থীদের ইন্টারভিউর জন্য গণ্য করা হবে না।
Official Notification: Download Now
Official Website: Click Here
No comments:
Post a Comment