Tuesday, June 13, 2023

 

ইন্দো তিব্বত বর্ডার পুলিশ (ITBP), মিনিস্ট্রি অফ হোম এফেয়ার্স (MHA) -এর মাধ্যমে ড্রাইভার পদে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

Employment No. –

পদের নাম – Constable (Driver)
মোট শূন্যপদ – ৪৫৮ টি। (UR – ১৯৫ টি, SC – ৭৪ টি, ST – ৩৭ টি, OBC – ১১০ টি, EWS – ৪২ টি।)
শিক্ষাগত যোগ্যতা – যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করা চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। সেইসঙ্গে আবেদনকারী প্রার্থীর ভারী যানবাহন চালকের একটি বৈধ লাইসেন্স থাকা আবশ্যক।
বয়সসীমা – উক্তপদে আবেদন করার জন্য প্রার্থীর জন্ম তারিখ হতে হবে ২৭ জুলাই ১৯৯৬ থেকে ২৬ জুলাই ২০০২ -এর মধ্যে।


আবেদন পদ্ধতি – ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রার্থীদের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদন ফি – আবেদন ফি বাবদ Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ১০০/- টাকা ধার্য করা হয়েছে। এবং SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি লাগবে না। আবেদন ফি জমা করা যাবে Net Banking, Credit Card, Debit Card -এর মাধ্যমে।

নিয়োগ পদ্ধতি – ভারতীয় সেনার নিয়োগ পদ্ধতি অনুসারে Physical Efficiency Test (PET), Physical Standard Test (PST), Written Examination, Verification of Original Documents, Practical (Skill) Test and Detailed Medical Examination (DME), Review Medical Examination (RME) ইত্যাদি পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদনের সময়সীমা – এই পদগুলিতে নিয়োগের জন্য আবেদন শুরু হচ্ছে আগামী ২৭ জুন ২০২৩ থেকে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৬ জুলাই ২০২৩ তারিখ পর্যন্ত।

Official Notification: Download Now
Official Website: Apply Now


No comments:

Post a Comment