Wednesday, June 21, 2023

 

এয়ারপোর্ট চাকরি করতে চান? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আপনার জন্য রয়েছে বিরাট সুখবর। এয়ারপোর্টস ইকোনোমিক রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (Airport Economic Regulatory Authority of India) ‘র তরফ থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আবেদনে আগ্রহীদের জন্য বিস্তারিত তথ্য থাকলো আজকের এই প্রতিবেদনে।

Employment No.- A-12026/1/2022-Estb

পদের নাম- Director (Policy & Statistics)
শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি, পরিসংখ্যান, কমার্স বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট্যান্সি অথবা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা কস্ট অ্যাকাউন্ট্যান্সিতে স্নাতকোত্তর ডিগ্রী প্রাপক চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন, পাবলিক সেক্টর আন্ডারটেকিং, স্বীকৃত গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, আধা সরকারী অথবা স্বায়ত্তশাসিত সংস্থায় কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
মাসিক বেতন- কেন্দ্রীয় বেতন কমিশনের লেভেল ১৩ অনুযায়ী ১,২৩,১০০/- টাকা থেকে ২,১৫,৯০০/- টাকা।
বয়সসীমা- আবেদনকারীদের আবেদনের শেষ তারিখের দিন পর্যন্ত বয়স হতে হবে ৫৬ বছরের মধ্যে।

পদের নাম- Bench Officer (Legal)
শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রী প্রাপক চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। কোনো সরকারি সংস্থা অথবা নিয়ন্ত্রক সংস্থার সাথে সম্পর্কিত মামলা মোকদ্দমা পরিচালনার ক্ষেত্রে নূন্যতম তিন বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
মাসিক বেতন- কেন্দ্রীয় বেতন কমিশনের লেভেল ১১ অনুযায়ী ৬৭,৭০০/- টাকা থেকে ২,০৮,৭০০/- টাকা।
বয়সসীমা- আবেদনকারীদের আবেদনের শেষ তারিখের দিন পর্যন্ত বয়স হতে হবে ৫৬ বছরের মধ্যে।

পদের নাম- Private Secretary
শূন্যপদ- ২ টি।
শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। কম্পিউটারের কাজের জ্ঞান থাকা আবশ্যক।
মাসিক বেতন- কেন্দ্রীয় বেতন কমিশনের লেভেল ৮ অনুযায়ী ৪৭,৬০০/- টাকা থেকে ১,৫১,১০০/- টাকা।
বয়সসীমা- আবেদনকারীদের আবেদনের শেষ তারিখের দিন পর্যন্ত বয়স হতে হবে ৫৬ বছরের মধ্যে।

পদের নাম- Junior Hindi Translator (JHT)
শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বা হিন্দি সহ হিন্দি বা ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রী প্রাপক চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান অথবা বিশ্ববিদ্যালয় থেকে হিন্দি থেকে ইংরেজিতে অনুবাদে ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স অথবা হিন্দি থেকে ইংরেজিতে অনুবাদ কাজের দুই বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
মাসিক বেতন- কেন্দ্রীয় বেতন কমিশনের লেভেল ৬ অনুযায়ী ৩৫,৪০০/- টাকা থেকে ১,১২,৪০০/- টাকা।
বয়সসীমা- আবেদনকারীদের আবেদনের শেষ তারিখের দিন পর্যন্ত বয়স হতে হবে ৫৬ বছরের মধ্যে।

আবেদন পদ্ধতি- আবেদন করার জন্য অফিশিয়াল নোটিফিকেশানের নিচের অংশে থাকা আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে হবে চাকরিপ্রার্থীদের। অতঃপর যথাযথ তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে নির্ভুলভাবে। নির্ভুলভাবে পূরণ করা আবেদনপত্রটি একটি মুখবন্ধ খামে ভরে সংস্থার নির্দিষ্ট দপ্তরের অফিসে জমা দিতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- The Deputy Chief, Airports Economic Regulatory Authority of India, AERA Building, Administrative Complex, Safdarjung Airport, New Delhi — 110003

আবেদনের শেষ তারিখ- ২৮ জুন, ২০২৩।

Official Notification: Download Now
Official Website: Click Here


No comments:

Post a Comment