হাইকোর্টের নির্দেশে বন সহায়ক নিয়োগের আবেদন গ্রহণ শুরু করেছে রাজ্য। প্রায় ২০০০টি শূন্যপদে বন সহায়ক নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যে কোন স্থায়ী বাসিন্দা এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। সম্প্রতি রাজ্যের তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে বন সহায়ক পদে আবেদনের শেষ তারিখ কবে, তা জানিয়ে দেওয়া হল।
রাজ্যের তরফে প্রকাশিত নয়া বিজ্ঞপ্তি অনুসারে, আগামী ২৯ মে ২০২৩ পর্যন্ত বন সহায়ক পদে আবেদন জানাতে পারবেন প্রার্থীরা। যার দরুণ আরো বেশি সংখ্যক প্রার্থী এই পদের জন্য আবেদন করার সুযোগ পেলেন। বন সহায়ক পদে আবেদন জানানো প্রার্থীদের কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যুনতম অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে। এছাড়া প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।
এই পদের আবেদন গ্রহণ চলছে অফলাইনের মাধ্যমে। সেক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের পূরণ করা আবেদনপত্রটি একটি মুখবন্ধ খামে সংস্থার নির্দিষ্ট দফতরে গিয়ে জমা করতে হবে। যে সকল প্রার্থীরা বন সহায়ক পদে আবেদন জানাতে চান, তাঁরা এই সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নেবেন।
হাইকোর্টের নির্দেশে বন সহায়ক পদে বাতিল হয়েছিল পূর্ব নিয়োগ। সেই পদেই নতুন করে নিয়োগের আবেদন শুরু হল হাইকোর্টের নির্দেশে। পশ্চিমবঙ্গের যেকোনো স্থায়ী বাসিন্দা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি ও মাসিক বেতন সহ অন্যান্য গুরুত্ত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হল আজকের এই প্রতিবেদনে।
Employment No. – 828-For/FR/O/N/18R-02/2018
পদের নাম – Bana Sahayaks
মোট শূন্যপদ – ২০০০ টি।
শিক্ষাগত যোগ্যতা – পশ্চিমবঙ্গের যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে নূন্যতম অষ্টম শ্রেণী পাশ চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন – ১০,০০০ টাকা।
বয়সসীমা – এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে।
আবেদন পদ্ধতি – ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে উক্ত পদগুলিতে আবেদন করতে হবে। অফলাইনে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের পূরণ করা আবেদনপত্র সহ শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র একটি মুখ বন্ধ খামে ভরে সংস্থার নির্দিষ্ট দপ্তরে জমা দিতে হবে।
আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা – জেলা ভিত্তিক ভাবে প্রতিটি জেলার নির্দিষ্ট বন দপ্তরে নিজেদের আবেদন জানাতে পারবেন চাকরীপ্রার্থীরা। জেলা ভিত্তিক আবেদন জমা করার দপ্তরের তালিকা নিম্নরূপ।
বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান | মুখ্য বনপাল, দক্ষিণ-পূর্ব |
হুগলি, হাওড়া, কলকাতা | মুখ্য বনপাল, সংরক্ষণ ও প্রসারণ |
দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ | মুখ্য বনপাল ও ক্ষেত্র অধিকর্তা, সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প |
মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর | মুখ্য বনপাল, বন্যপ্রাণ (উত্তর) |
বাঁকুড়া, পুরুলিয়া | মুখ্য বনপাল, দক্ষিণ-পশ্চিম |
পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম | মুখ্য বনপাল, পশ্চিম চক্র |
আলিপুরদুয়ার | মুখ্য বনপাল ও ক্ষেত্র অধিকর্তা, বক্সা ব্যাঘ্র প্রকল্প |
জলপাইগুড়ি, কোচবিহার | মুখ্য বনপাল, উত্তর চক্র |
দার্জিলিং, কালিম্পং | মুখ্য বনপাল, পার্বত্য অঞ্চল |
আবেদনের শেষ তারিখ – ২৬ মে, ২০২৩।
Official Website: Click Here
Official Notification: Download Now
Application Form: Download Now
No comments:
Post a Comment