Saturday, May 6, 2023

 


পশ্চিমবঙ্গের কর্মহীন যুবক, যুবতীদের জন্য রাজ্য সরকারের তরফে একটি বিশেষ প্রকল্পের সূচনা করা হয়েছে। এই প্রকল্পের নাম ‘যুবশ্রী’ প্রকল্প। যত দিন না এই যুবক, যুবতীরা কর্মক্ষেত্রে যুক্ত হতে পারছেন, ততদিন পর্যন্ত প্রতিমাসে রাজ্য সরকারের তরফে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা পাঠানো হবে। পাশাপাশি, এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্ত করলে বিভিন্ন ক্ষেত্রে কাজের সুযোগ তৈরি হবে।

যুবশ্রী প্রকল্প ২০২৩

আবেদন যোগ্যতা:

এই প্রকল্পে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে। প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে ও এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্ত করতে হবে। প্রার্থীকে অন্তত অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। এছাড়া, প্রার্থী আর কোনো সরকারি সহায়তা গ্রহণ করতে পারবেন না। একজন পরিবারের একজন সদস্যই প্রকল্পের সুবিধা লাভ করবেন।

যুবশ্রী প্রকল্পে কিভাবে আবেদন করবো?

১) প্রার্থীদের প্রথমে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

২) এরপর পরবর্তী ৬০ দিনের মধ্যে নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে নথিগুলি দেখিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করে আসতে হবে।

৩) অফিস থেকে একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড পাবেন।

৪) এই আইডি ও পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটে লগ ইন করে আবেদন করতে হবে।

৫) অ্যাপ্লিকেশনের পর সেটি গ্রাহ্য হলে তা জানতে পারবেন প্রার্থীরা।

যুবশ্রী প্রকল্পে কত টাকা পাওয়া যায়?

‘যুবশ্রী’ প্রকল্পে আবেদনরত যুবক, যুবতীদের আবেদনপত্র বাছাইয়ের পর একটি চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়। এই প্রকল্প থেকে প্রার্থীরা প্রতিমাসে ১৫০০ টাকা করে আর্থিক অনুদান পাবেন।

প্রসঙ্গত, ‘যুবশ্রী’ প্রকল্পের বিষয়ে বিস্তারিত জানতে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে (employmentbankwb.gov.in) অবশ্যই নজর রাখবেন প্রার্থীরা।

Official Website: Apply Now


No comments:

Post a Comment