Thursday, May 25, 2023

 

গার্ডেন রিচ শিপবিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (GRSE) -এর পক্ষ থেকে সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। উক্ত সংস্থার বিভিন্ন দপ্তরে একাধিক কর্মী নিয়োগ সম্পর্কে উল্লেখ করা হয়েছে এই বিজ্ঞপ্তির মাধ্যমে। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য বিস্তারিত তথ্য নিয়ে আজকের এই প্রতিবেদন পেশ করা হল।

Employment No. – 2023/03 (O)

পদের নাম – General Manager (Technical)
মোট শূন্যপদ – ১ টি। (OBC)
শিক্ষাগত যোগ্যতা – আবেদিনকারীকে নূন্যতম ৫৫% নম্বর নিয়ে Mechanical/ Electrical/ Electronics/ Marine Engineering/ Civil/ Production অথবা Naval Architecture বিষয়ে চার বছরের ফুলটাইম ডিগ্রী কোর্স পাশ করতে হবে।
মাসিক বেতন – ১,০০,০০০ টাকা।
বয়সসীমা – আবেদিনকারীর সর্বোচ্চ বয়স হতে হবে ৫২ বছরের মধ্যে।

পদের নাম – Senior Manager (Finance)
মোট শূন্যপদ – ১ টি। (UR)
শিক্ষাগত যোগ্যতা – আবেদিনকারীকে Chartered Accountant (CA) অথবা Cost & Management Accountant (CMA) বিষয়ে ডিগ্রী কোর্স পাশ করতে হবে।
মাসিক বেতন – ৭০,০০০ টাকা।
বয়সসীমা – আবেদিনকারীর সর্বোচ্চ বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে।

পদের নাম – Deputy Manager (Legal)
মোট শূন্যপদ – ১ টি। (OBC)
শিক্ষাগত যোগ্যতা – আবেদিনকারীকে পূর্ণ সময়ের স্নাতক সহ নূন্যতম ৫৫% নিয়ে LL.B ডিগ্রী কোর্স পাশ করতে হবে।
মাসিক বেতন – ৫০,০০০ টাকা।
বয়সসীমা – আবেদিনকারীর সর্বোচ্চ বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।

আবেদন পদ্ধতি – ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এই পদগুলিতে আবেদন করতে হবে। আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাট www.jobapply.in/grse2023 এ গিয়ে সম্পূর্ণ আবেদনটি করতে হবে। ওয়েবফর্মে আবেদনপত্র পূরণ করার পর প্রাপ্ত শংসাপত্রের প্রিন্ট আউটের সাথে অন্যান্য কাগজপত্র একটি মুখবন্ধ খামে ভরে সংস্থার নির্দিষ্ট অফিসে জমা দিতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা – Post Box No. 3076, Lodhi Road, New Delhi – 110003

আবেদন ফি – সাধারণ এবং ওবিসি জাতিভুক্ত প্রার্থীদের জন্য এককালীন ৫০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে। তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের কোনো আবেদন ফি লাগবে না।

আবেদনের শেষ তারিখ – ৬ জুন, ২০২৩।

Official Notification: Download Now
Official Website: Apply Now


No comments:

Post a Comment