Thursday, May 11, 2023

 


সশস্ত্র সীমা বল (SSB), মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর পক্ষ থেকে সম্প্রতি একটি ভারতীয় সেনায় কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। ভারতের যেকোনো নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এই পদে চাকরির জন্য আবেদন করতে পারেন। আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের এই প্রতিবেদনে।


পদের নাম – Constable (Carpenter, Blacksmith, Driver, Tailor, Gardner, Cobbler, Veterinary, Painter, Washerman, Barber এবং Safaiwala)
মোট শূন্যপদ – ৫৪৩ টি। (UR – ২৬৫ টি, EWS – ৪৪ টি, OBC – ১৩৭ টি, SC – ৬৩ টি, ST – ৩৪ টি।)
শিক্ষাগত যোগ্যতা – যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে ডিগ্রী সার্টিফিকেট থাকলে চাকরিপ্রার্থীরা উক্ত পদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন – ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা।

বয়সসীমা – ১৮ থেকে ২৭ বছর বয়সের প্রার্থীরা উক্ত পদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতি – উক্ত পদগুলির জন্য কেবলমাত্র অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। ইচ্ছুক চাকরিপ্রার্থীরা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট www.ssbrectt.gov.in এ গিয়ে নির্দিষ্ট উইন্ডো থেকে ওয়েবফর্মের মাধ্যমে নিজেদের আবেদন জানাতে পারবেন। আবেদন জানানোর পর প্রাপ্ত সংশাপত্রটি নিজেদের কাছে রেখে দিতে হবে চাকরিপ্রার্থীদের।

আবেদন ফি – UR/ EWS/ OBC প্রার্থীদের জন্য ১০০/- টাকা। SC/ ST/ Ex-Serviceman/ Female প্রার্থীদের কোনো আবেদন ফি লাগবে না।

আবেদনের শেষ তারিখ – বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর ৩০ দিন পর্যন্ত।

Official Notification: Download Now
Official Website: Apply Now

No comments:

Post a Comment