রাজ্যের মাদ্রাসাগুলিতে শেষ নিয়োগ হয়েছিল প্রায় বছর দশেক আগে। এর পর কেটে গেছে দীর্ঘ দশটা বছর। বিগত এই ১০ বছরে তৃণমূল সরকারের তরফে মাদ্রাসা গুলিতে কর্মী নিয়োগ করার তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলত, বিরাট অঙ্কের শূন্যপদ সৃষ্টি হয়েছে মাদ্রাসাগুলিতে। তবে এবার দ্যা কলকাতা গেজেটে মাদ্রাসায় কর্মী নিয়োগ, শূন্যপদ ইত্যাদি বিষয়ে একটি সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যা নীচে আলোচনা করা হল।
গ্রুপ-ডি, লাইব্রেরিয়ান, অ্যাসিস্ট্যান্ট টিচার সহ বিভিন্ন পদে রাজ্যের বিভিন্ন মাদ্রাসাগুলিতে নিয়োগ করা হবে। এই বিষয়ে বিস্তারিত আপনি নিচের থেকে ভালো করে জেনে নিতে পারবেন।
গ্যাজেট নং – 953-MD/O/2M-05/2021
গ্যাজেট প্রকাশের তারিখ – 19.4.2023
শূন্যপদ – এখানে শূন্যপদের সংখ্যা এখনও জানানো হয়নি। গ্যাজেটে বলা হয়েছে ফাইনাল বিজ্ঞপ্তি প্রকাশিত হবার 15 দিন আগে শূন্যপদ সম্পর্কে অবগত করা হবে। মাদ্রাসার নিজস্ব ওয়েবসাইট সহ সব আঞ্চলিক সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
তবে ধারণা করা হচ্ছে, দীর্ঘ কাল নিয়োগ না হবার ফলে মোটামুটি ভাবে হাজার পাঁচেক শূন্যপদে নিয়োগ করা হবে।
যে সব পদে নিয়োগ হবে – গ্যাজেটে জানানো হয়েছে মোট 17 ধরনের পদে নিয়োগ করা হবে। পদগুলি হল –
(1) Headmaster – সিনিয়র মাদ্রাসা
(2) Superintendent (সুপারিনটেনডেন্ট)
(3) Headmaster – জুনিয়র মাদ্রাসা
(4) Assistant Teacher (XI – XII)
(5) Assistant Teacher (IX – X)
(6) Assistant Teacher – Computer Science (XI-XII)
(7) Assistant Teacher – Computer Science (IX – X)
(8) Assistant Teacher – আরবিক (XI-XII)
(9) Assistant Teacher – আরবিক (IX – X)
(10) Assistant Teacher – অ্যাডভান্স আরবিক (XI-XII)
(11) Assistant Teacher – অ্যাডভান্স আরবিক (IX – X)
(12) Assistant Teacher – জেনারেল সাবজেক্ট
(13) Assistant Teacher – Work Education
(14) Assistant Teacher – Physical Education
(15) লাইব্রেরিয়ান (Librarian)
(16) ক্লার্ক (Clerk)
(17) গ্রুপ-ডি (Group ‘D’)
নিয়োগ পদ্ধতি –
- টিচিং পদের জন্য লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে।
- গ্রুপ সি পদের জন্য 70 নম্বরের লিখিত পরীক্ষা, 10 নম্বরের ইন্টারভিউ ও 20 নম্বরের কম্পিউটার টাইপিং টেস্ট নেওয়া হবে।
- গ্রুপ ডি পদের জন্যেও লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
সংরক্ষণ – দ্য কলকাতা গেজেটে প্রকাশিত গ্যাজেটে জানানো হয়েছে এখানে মোট শূন্যপদের মোট 10 গুণ প্রার্থীকে নিয়ে মেধা তালিকা প্রকাশ করা হবে। এছাড়াও সরকারি নিয়ম অনুসারে জেনারেল, এসসি, এসটি, ওবিসি, প্রতিবন্ধীদের জন্য সিট সংরক্ষিত থাকবে। পাশাপাশি, সংবিধানের নতুন নিয়ম অনুসারে, মহিলা প্রার্থীদের জন্যও মোট আসনের এক তৃতীয়াংশ আসন সংরক্ষিত করে রাখা হবে।
রাজ্যের মাদ্রাসায় নিয়োগ নিয়ে খুব শীঘ্র কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই তা আপনার সাথে শেয়ার করে জানিয়ে দেবো।
No comments:
Post a Comment