ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) ন্যাশানাল ডিফেন্স একাডেমি (NDA) ‘র মাধ্যমে ভারতীয় সেনার বিভিন্ন বিভাগে স্টাফ নিয়োগ করতে চলেছে। সম্প্রতি এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হল সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে। ভারতের যেকোনো নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এই পদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
Employment No. – 10/2023-NDA-II
পদের নাম – Army/ Navy/ Air Force
মোট শূন্যপদ – ৩৯৫ টি।
শিক্ষাগত যোগ্যতা – যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ১০+২ সিস্টেমে উচ্চমাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় পাশ চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। নৌ সেনা এবং বায়ু সেনার জন্য উচ্চমাধ্যমিকে গণিত এবং পদার্থ্যবিদ্যা আবশ্যিক বিষয় হিসেবে থাকতে হবে।
মাসিক বেতন – ভারতীয় সেনার বেতন কাঠামোর স্তর অনুযায়ী মাসিক বেতন প্রদান করা হবে। অন্যান্য আনুসাঙ্গিক সুযোগ সুবিধাও পাবেন নিয়োগ প্রাপ্ত প্রার্থীরা।
বয়সসীমা – আবেদনকারী প্রার্থীদের জন্ম তারিখ হতে হবে ০২.০১.২০০৫ থেকে ০১.০১.২০০৮ তারিখের মধ্যে।
আবেদন পদ্ধতি – ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এই পদগুলিতে চাকরির জন্য আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট upsconline.nic.in এ ভিজিট করতে হবে। তারপর নিজেদের রেজিস্ট্রেশান প্রক্রিয়া সম্পন্ন করে ওয়েবফর্মের মাধ্যমে আবেদনপত্রটি পূরণ করতে হবে চাকরিপ্রার্থীদের।
আবেদন ফি – General/ OBC/ EWS প্রার্থীদের ১০০/- টাকা এককালীন আবেদন ফি প্রদান করতে হবে। Female/ ST/ SC প্রার্থীদের কোনো আবেদন ফি লাহবে না।
নিয়োগ পদ্ধতি – লিখিত পরীক্ষা, শারীরিক পরীক্ষা এবং তথ্য যাচাই প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদনের শেষ তারিখ – ৬ জুন, ২০২৩।
Official Notification: Download Now
Official Website: Click Here
No comments:
Post a Comment