কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশনের (SSC) মাধ্যমে কয়েক হাজার কর্মী নিয়োগ হবে শীঘ্রই। নিয়োগ করা হবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে। পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে একাধিক সেন্টার রয়েছে। Combined Higher Secondary Level (10+2) Examination 2023 (CHSL), পরীক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য উল্লেখ করা হল আজকের এই প্রতিবেদনে।
পদের নাম – Data Entry Operator Grade ‘A’ in Other Departments, Lower Division Clerk (LDC)/ Junior Secretarial Assistant (JSA)
মোট শূন্যপদ – সংস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে আপাতত ১৬০০ শূন্যপদে এই নিয়োগ হবে। পরবর্তীতে শূন্যপদে কোনো পরিবর্তন হলে তা বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে।
শিক্ষাগত যোগ্যতা – Data Entry Operator Grade ‘A’ পদের জন্য বিজ্ঞান বিভাগে গণিত বিষয় সহ উচ্চমাধ্যমিক পাশ চারকরীপ্রাথীরা আবেদন করতে পারবেন। Lower Division Clerk (LDC)/ Junior Secretarial Assistant (JSA) পদের জন্য যেকোনো বিভাগে উচ্চমাধ্যমিক পাশ চারকরীপ্রাথীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা – ১৮ থেকে ২৭ বছর বয়সের চাকরিপ্রাথীরা এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীদের জন্ম তারিখ হতে হবে ০২-০৮-১৯৯৬ থেকে ০১-০৮-২০০৫ তারিখের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
আবেদন ফী – আবেদন ফী দিতে হবে ১০০/- টাকা। মহিলা, SC, ST, PWD, Ex-Servicemen প্রার্থীদের কোনো আবেদন ফী দিতে হবে না।
আবেদন পদ্ধতি – ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার জন্য একটি বৈধ মোবাইল নম্বর এবং মেইল আইডি থাকতে হবে। স্টাফ সিলেকশন কমিশন এর অফিশিয়াল ওয়েবসাইটে (ssc.nic.in) প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। যারা আগে রেজিস্ট্রেশন করে রেখেছেন তাদের দ্বিতীয়বার করতে হবে না। তারা সরাসরি আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ – ৮ জুন, ২০২৩।
প্রসঙ্গত, চলতি বছরের CHSLপরীক্ষার দিনক্ষণ এখনও ঘোষণা করেনি কমিশন। Tier I ও Tier II উভয় পরীক্ষাই হবে কম্পিউটার ভিত্তিক CBT ধরণের। সিএইচএসএল Tier l পরীক্ষাটি নেওয়া হবে ২০২৩ সালের অগাস্ট মাস নাগাদ। তবে Tier II পরীক্ষার সময় এখনও ঘোষণা করা হয়নি। এছাড়া এ বিষয়ে বিস্তারিত জানতে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন প্রার্থীরা।
Official Notification: Download Now
Official Website: Apply Now
No comments:
Post a Comment