Wednesday, May 10, 2023

 


পশ্চিমবঙ্গ রাজ্যের জেলা স্বাস্থ্য দপ্তর সম্প্রতি একটি কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা ও মাসিক বেতন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হলো আজকের এই প্রতিবেদনে।

Employment No. – DHFWS/720/23

পদের নাম – Staff Nurse
মোট শূন্যপদ – ২ টি। (ST – ১ টি, OBC(A) – ১ টি।)
শিক্ষাগত যোগ্যতা – ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে GNM কোর্স করা যেকোনো প্রার্থী এই পদের জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন – ২৫,০০০ টাকা।

পদের নাম – Laboratory Technician
মোট শূন্যপদ – ১ টি।
শিক্ষাগত যোগ্যতা – উচ্চমাধ্যমিক পাশ সহ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা সার্টিফিকেট থাকা প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন – ২২,০০০ টাকা।

পদের নাম – Community Health Assistant
মোট শূন্যপদ – ২ টি। (ST – ১ টি, OBC(A) – ১ টি।)
শিক্ষাগত যোগ্যতা – ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে GNM কোর্স করা যেকোনো প্রার্থী এই পদের জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন – ১৩,০০০ টাকা।

পদের নাম – Specialist MO (Ophthalmologist)
মোট শূন্যপদ – ২ টি। (ST – ১ টি, UR – ১ টি।)
শিক্ষাগত যোগ্যতা – মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত যে কোন সংস্থান থেকে এমবিবিএস ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন অফ অপথলামোলজি ডিগ্রী থাকা চারটি প্রার্থীরা ন্যূনতম এক বছরের ইন্টার্নশিপ অভিজ্ঞতা থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন।
দৈনিক বেতন – ৩০০০ টাকা। (সাপ্তাহিক ৩ দিন।)

বয়সসীমা – Staff Nurse, Laboratory Technician এবং Community Health Assistant পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে। Specialist MO (Ophthalmologist) পদগুলিতে আবেদন করার জন্য যোগ্য প্রার্থীদের বয়স হতে হবে ৬৭ বছরের কম।

আবেদন পদ্ধতি – ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এইসব পদে চাকরির জন্য আবেদন করতে হবে। আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের জেলা স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট www.jalpaigurihealth.com এ গিয়ে নির্দিষ্ট বিকল্প বেছে নিয়ে ওয়েবফর্মে সমস্ত প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। এরপর প্রাপ্ত শংসাপত্র নিজেদের কাছে রাখতে হবে ভবিষ্যতের জন্য।

আবেদনের শেষ তারিখ – ২৬ মে, ২০২৩।

Official Notification: Download Now
Official Website: Apply Now

No comments:

Post a Comment