রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের উদ্যোগে মালদা জেলার CMOH অফিসে 10 টি বিভিন্ন ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে যোগ্যতা, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এই তিনটি মিলিয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হবে। শূন্যপদ, মাসিক বেতন, আবেদন প্রক্রিয়া সহ নিয়োগের যাবতিয় তথ্যগুলি নিচে থেকে জেনে নিন।
যে সমস্ত পদে নিয়োগ হবে
1) ডেন্টাল সার্জেন (Dental Surgeon)
2) ফিজিওলজিস্ট (Psychologist)
3) ফিজিওথেরাপিস্ট (Physiotherapist)
4) অডিও অ্যান্ড স্পিচ থেরাপিস্ট (Audio and Speech Therapist)
5) সোশ্যাল ওয়ার্কার (Social Worker)
6) ডেন্টাল টেকনিশিয়ান (Dental Technician)
7) ল্যাবরেটরি টেকনিশিয়ান (Laboratory Technician)
8) স্পেশাল এডুকেটর (Special Educator)
9) অফথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট (Ophthalmic Assistant)
মাসিক বেতন
পোস্ট অনুযায়ী প্রতি মাসে 18,000 – 42,000 টাকা বেতন দেওয়া হবে।
শূন্যপদ
উপরের ১-৮ নম্বর পোস্টের ক্ষেত্রে ১ টি করে শূন্যপদ রয়েছে এবং ৯ নম্বর পোস্টের জন্য ২ টি শূন্যপদ অর্থাৎ মোট ১০ টি শূন্যপদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা
প্রতিটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। সাথে থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতাও। পদ অনুয়ায়ী যোগ্যতা জানার জন্য, নীচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করুন।
বয়সসীমা
18 থেকে 40 বছর বয়সী প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
নিয়োগ পদ্ধতি
যোগ্যতা, অভিজ্ঞতা, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের এখানে বাছাই করা হবে।
চাকরির পোস্টিং
নির্বাচিত প্রার্থীদের মালদা মেডিকেল হাসপাতালে পোস্টিং দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
কেবলমাত্র অনলাইনে আবেদন করতে হবে এখানে। আবেদন করার জন্য malda.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এরপর আবেদন মূল্য জমা দিয়ে অনলাইন ফর্মটি সাবমিট করতে হবে।
আবেদন মূল্য
এখানে আবেদন করার জন্য UR দের 100 টাকা এবং সংরক্ষিত শ্রেনির প্রার্থীদের 50 টাকা আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা
21.04.2023 তারিখের মধ্যে এখানে আবেদন সম্পন্ন করে ফেলতে হবে প্রার্থীদের।
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
No comments:
Post a Comment