কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ এন্ড রিসার্চ সেন্টার (IKDRC) উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করার মতো বেশ কিছু চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করল। ভারতবর্ষের যেকোনো নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এই পদের জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা ও নিয়োগ পদ্ধতি সহ বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো আজকের এই প্রতিবেদনে।
Employment no- IKDRC_Class-II,III_01-2023/ IKDRC_Class-III_05-2023
পদের নাম – Junior Clerk
মোট শূন্যপদ – ৬৯ টি। (UR – ৩১টি, EWS – ৬টি, SEBC – ১৮টি, ST – ১০টি, SC – ৪টি।)
শিক্ষাগত যোগ্যতা – দ্বাদশ শ্রেণী পাশ সহ কম্পিউটার টাইপিং -এ দক্ষ চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন – ১৯,৯০০ টাকা
পদের নাম – Laboratory Assistant
মোট শূন্যপদ – ৯৩ টি। (UR – ৩৭টি, EWS – ১০টি, SEBC – ২৫টি, ST – ১৪টি, SC – ৭টি।)
শিক্ষাগত যোগ্যতা – দ্বাদশ শ্রেণী পাস সহ ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনিশিয়ান অথবা মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান ডিগ্রী থাকলে ইচ্ছুক চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন – ১৯,৯০০ টাকা।
পদের নাম – Assistant X – Ray Technician
মোট শূন্যপদ – ২৫ টি। (UR – ১১টি, EWS – ২টি, SEBC – ৭টি, ST – ৪টি, SC – ১টি।)
শিক্ষাগত যোগ্যতা – বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাশ সহ এক্সরে ট্রেনিং কোর্সের সার্টিফিকেট থাকলে চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন – ১৯,৯০০ টাকা
বয়সসীমা – এই পদগুলিতে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৩৩ বছরের মধ্যে।
আবেদন পদ্ধতি – চাকরিপ্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার নির্দিষ্ট ওয়েবসাইট (www.ikdrc-its.org) -এ গিয়ে উপযুক্ত তথ্যাদি দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে।
আবেদনের শেষ তারিখ – ১৬ মে, ২০২৩।
Official Notification: Download Now
Official Website: Apply Now
No comments:
Post a Comment