পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB) এর তরফে লেডি কনস্টেবল পদে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগামী ২২শে মে পর্যন্ত আবেদন জানাতে পারবেন প্রার্থীরা। আগ্রহীরা (wbpolice.gov.in) ও (prb.wb.gov.in) ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
বয়সসীমা: পশ্চিমবঙ্গ পুলিশের লেডি কনস্টেবল পদে আবেদনরত প্রার্থীদের বয়স হতে হবে ০১/০১/২০২৩ তারিখ অনুযায়ী ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী, তফশিলি জাতিভুক্ত প্রার্থীদের পাঁচ বছর ও ওবিসি প্রার্থীদের জন্য তিন বছরের বয়সের ছাড় রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট পদে আবেদনরত প্রার্থীদের ন্যুনতম মাধ্যমিক পাশের যোগ্যতা থাকতে হবে। তবে উচ্চতর যোগ্যতার ক্যান্ডিডেটরাও আবেদন জানাতে পারবে
শারীরিক যোগ্যতা: আবেদনরত প্রার্থীদের মধ্যে গোর্খা, গড়ওয়ালিস, রাজবংশী জনজাতি ও অন্যান্য তফশিলি জাতিভুক্ত প্রার্থীদের দৈহিক উচ্চতা হতে হবে ১৫২ সেমি আর ওজন হতে হবে ৪৫ কেজি। তবে অন্যান্য চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৬০ সেমি আর ওজন হতে হবে
৪৯ কেজি।
আবেদন জানাবেন কিভাবে?
১) আগ্রহী প্রার্থীদের প্রথমে (wbpolice.gov.in) অথবা (prb.wb.gov.in) ওয়েবসাইটে যেতে হবে।
২) এরপর লেডি কনস্টেবল পদে আবেদন জানানোর লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) এবার আবেদনপত্রটি সঠিকভাবে ফিল আপ করতে হবে।
৪) আবেদন ফি পেমেন্ট করতে হবে।
৫) আবেদনপত্রটি সাবমিট করে ভবিষ্যতের জন্য একটি কপি ডাউনলোড করে রেখে দিতে হবে।
আবেদন ফি: আবেদন জানানোর জন্য SC, ST প্রার্থীদের কোনোও ফি প্রদান করতে হবে না। কেবল প্রসেসিং ফি বাবদ ২০/- টাকা জমা করতে হবে। এছাড়া অন্যান্য জাতিভুক্ত প্রার্থীদের আবেদন ফি ১৫০/- টাকা সাথে প্রসেসিং ফি নিয়ে মোট ১৭০/- টাকা জমা করতে হবে।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফে ১৪২০ টি শূন্যপদে প্রার্থী নিয়োগ হবে। পাঁচটি ধাপে পরীক্ষা পদ্ধতিটি পরিচালনা করবে বোর্ড। যথা, প্রিলিমিনারি পরীক্ষা, ফিজিক্যাল মেসারমেন্ট টেস্ট (PMT), ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট (PET), চূড়ান্ত লিখিত পরীক্ষা, এবং ইন্টারভিউ/পার্সোনালিটি টেস্ট। এছাড়া এ বিষয়ে বিস্তারিত জানতে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন প্রার্থীরা।
Official Website: Apply Now
রাজ্যে ১৪২০ শূন্যপদে লেডি কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন
WBP Lady Constable Recruitment 2023: পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। বহু প্রতীক্ষার পর পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের (WBPRB) তরফ থেকে প্রকাশিত হলো লেডি কনস্টেবল (Lady Constable) নিয়োগের বিজ্ঞপ্তি। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে কেবল মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ নিয়োগ পদ্ধতি নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হলো ExamBangla.Com -এর এই প্রতিবেদনে।
রাজ্যে ১৪২০ শূন্যপদে লেডি কনস্টেবল নিয়োগ
পদের নাম- লেডি কনস্টেবল (Lady Constable)
মোট শূন্যপদ- ১৪২০ টি। ১৪২০ শূন্যপদের বিন্যাস নীচে টেবিল আকারে দেওয়া হলো-
Category (Sub-category) | No. of vacancies |
Unreserved (UR) | 343 |
Unreserved (E.C.) | 227 |
Unreserved (HG/NVF) | 113 |
Unreserved (Civic Volunteers) | 71 |
Unreserved (Sports Quota.) | 28 |
Scheduled Caste | 141 |
Scheduled Caste (E.C.) | 100 |
Scheduled Caste (HG/NVF) | 42 |
Scheduled Caste (Civic Volunteers) | 29 |
Scheduled Tribe | 28 |
Scheduled Tribe (E.C.) | 29 |
Scheduled Tribe (HG/NVF) | 14 |
Scheduled Tribe (Civic Volunteers) | 14 |
OBC-A | 57 |
OBC-A (E.C.) | 42 |
OBC-A (HG/NVF) | 29 |
OBC-A (Civic Volunteers) | 14 |
OBC-B | 43 |
OBC-B (E.C) | 28 |
OBC-B (HG/NVF) | 14 |
OBC-B (Civic Volunteers) | 14 |
বয়স সীমা- পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের লেডি কনস্টেবল পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ০১.০১.২০২৩ তারিখ অনুযায়ী ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে। তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী ৫ বছরের এবং ওবিসি প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী ৩ বছরের বয়সের ছাড় রয়েছে।
WB Lady Constable Salary 2023
বেতন ক্রম- পশ্চিমবঙ্গ সরকারের পে লেভেল অনুযায়ী সর্বনিম্ন ২২,৭০০/- টাকা থেকে সর্বোচ্চ ৫৮,৫০০/- টাকা অবধি বেতন প্রদান করা হবে।
WB Lady Constable Qualification 2023
শিক্ষাগত যোগ্যতা- পশ্চিমবঙ্গ পুলিশের লেডি কনস্টেবল পদে আবেদন করার জন্য প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে। উচ্চতর যোগ্যতা থাকলেও এই পদের জন্য আবেদন করতে পারবেন।
অন্যান্য যোগ্যতা- আবেদনকারী কে অবশ্যই স্বচ্ছতার সঙ্গে বাংলা ভাষা পড়তে, লিখতে ও বলতে জানতে হবে। তবে কেবলমাত্র দার্জিলিং এবং কালিম্পং জেলার চাকরিপ্রার্থীদের জন্য এই নিয়ম কার্যকরী নয়।
শারীরিক যোগ্যতা- গোর্খা জনজাতি, গড়ওয়ালিস, রাজবংশী জনজাতি এবং অন্যান্য তাপশালী জাতিভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে দৈহিক উচ্চতা ১৫২ সেমি এবং ওজন ৪৫ কেজি হতে হবে। অন্যান্য চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে দৈহিক উচ্চতা ১৬০ সেমি এবং ওজন ৪৯ কেজি হতে হবে।
দৌড় প্রতিযোগিতার নিয়মাবলী- সকল প্রার্থীদের ৪ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে ৮০০ মিটার দৌড় সম্পূর্ণ করতে হবে।
WBP Lady Constable Application Process 2023
আবেদন পদ্ধতি- ইচ্ছুক সকল প্রার্থীদের আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। West Bengal Police Recruitment Board (WBPRB) -এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে বাড়িতে বসেই সম্পূর্ণ আবেদনটি করা যাবে। আবেদনকারীদের www.prb.wb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে।
আবেদন ফি- তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের (SC/ ST) জন্য কোন আবেদন ফি লাগবেনা। কেবলমাত্র প্রসেসিং ফি বাবদ ২০/- টাকা প্রদান করতে হবে। অন্যান্য জাতিভুক্ত প্রার্থীদের জন্য আবেদন ফি ১৫০/- টাকা এবং প্রসেসিং ফি ২০/- টাকা অর্থাৎ মোট ১৭০/- টাকা প্রদান করতে হবে।
আবেদনের সময়সীমা- এই পদের জন্য আবেদন শুরু হচ্ছে ২৩ এপ্রিল ২০২৩ থেকে। আবেদন চলবে আগামী ২২ মে ২০২৩ তারিখ অবধি।
WBP Lady Constable Selection Process 2023
নিয়োগ পদ্ধতি- মোট পাঁচটি ধাপে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে পশ্চিমবঙ্গ পুলিশের এই লেডি কনস্টেবল পদে নিয়োগ সম্পূর্ণ করা হবে।
১) প্রিলিমিনারি পরীক্ষা (১০০ নম্বরের)।
২) Physical Measurement Test (PMT)।
৩) Physical Efficiency Test (PET)।
৪) Final Written Examination (৮৫ নম্বরের)।
৫) Interview/ Personality Test (১৫ নম্বরের)।
WBP Lady Constable Syllabus Download
প্রিলিমিনারি পরীক্ষায় মোট তিনটি বিষয় থেকে প্রশ্ন আসবে। এই পরীক্ষাটি হবে মোট ১০০ নম্বরের। নেগেটিভ মার্কিং ০.২৫।
১) General Awareness and General Knowledge: 40 Marks
২) Elementary Mathematics (Madhyamik standard): 30 Marks
৩) Reasoning: 30 Marks
অন্যান্য যোগ্যতা- আবেদনকারী কে অবশ্যই স্বচ্ছতার সঙ্গে বাংলা ভাষা পড়তে, লিখতে ও বলতে জানতে হবে। তবে কেবলমাত্র দার্জিলিং এবং কালিম্পং জেলার চাকরিপ্রার্থীদের জন্য এই নিয়ম কার্যকরী নয়।
শারীরিক যোগ্যতা- গোর্খা জনজাতি, গড়ওয়ালিস, রাজবংশী জনজাতি এবং অন্যান্য তাপশালী জাতিভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে দৈহিক উচ্চতা ১৫২ সেমি এবং ওজন ৪৫ কেজি হতে হবে। অন্যান্য চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে দৈহিক উচ্চতা ১৬০ সেমি এবং ওজন ৪৯ কেজি হতে হবে।
দৌড় প্রতিযোগিতার নিয়মাবলী- সকল প্রার্থীদের ৪ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে ৮০০ মিটার দৌড় সম্পূর্ণ করতে হবে।
WBP Lady Constable Application Process 2023
আবেদন পদ্ধতি- ইচ্ছুক সকল প্রার্থীদের আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। West Bengal Police Recruitment Board (WBPRB) -এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে বাড়িতে বসেই সম্পূর্ণ আবেদনটি করা যাবে। আবেদনকারীদের www.prb.wb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে।
আবেদন ফি- তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের (SC/ ST) জন্য কোন আবেদন ফি লাগবেনা। কেবলমাত্র প্রসেসিং ফি বাবদ ২০/- টাকা প্রদান করতে হবে। অন্যান্য জাতিভুক্ত প্রার্থীদের জন্য আবেদন ফি ১৫০/- টাকা এবং প্রসেসিং ফি ২০/- টাকা অর্থাৎ মোট ১৭০/- টাকা প্রদান করতে হবে।
আবেদনের সময়সীমা- এই পদের জন্য আবেদন শুরু হচ্ছে ২৩ এপ্রিল ২০২৩ থেকে। আবেদন চলবে আগামী ২২ মে ২০২৩ তারিখ অবধি।
WBP Lady Constable Selection Process 2023
নিয়োগ পদ্ধতি- মোট পাঁচটি ধাপে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে পশ্চিমবঙ্গ পুলিশের এই লেডি কনস্টেবল পদে নিয়োগ সম্পূর্ণ করা হবে।
১) প্রিলিমিনারি পরীক্ষা (১০০ নম্বরের)।
২) Physical Measurement Test (PMT)।
৩) Physical Efficiency Test (PET)।
৪) Final Written Examination (৮৫ নম্বরের)।
৫) Interview/ Personality Test (১৫ নম্বরের)।
WBP Lady Constable Syllabus Download
প্রিলিমিনারি পরীক্ষায় মোট তিনটি বিষয় থেকে প্রশ্ন আসবে। এই পরীক্ষাটি হবে মোট ১০০ নম্বরের। নেগেটিভ মার্কিং ০.২৫।
১) General Awareness and General Knowledge: 40 Marks
২) Elementary Mathematics (Madhyamik standard): 30 Marks
৩) Reasoning: 30 Marks
Official Notification: Download Now
Apply Now: Click Here
WBP Lady Constable Syllabus
WBP Lady Constable Preliminary Syllabus 2023
General Awareness and General Knowledge (40 Marks)
- ইতিহাস
- ভূগোল
- ভারতের অর্থনীতি
- ভারতের রাজনীতি
- কারেন্ট অ্যাফেয়ার্স
- আর্ট এন্ড কালচার
Mathematics Madhyamik standard (30 Marks)
- লসাগু ও গসাগু
- ভগ্নাংশ
- গড়
- শতকরা
- লাভ এবং ক্ষতি
- সময় ও দূরত্ব
- পার্টনারশিপ
- সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ
- বীজগণিত (elementary algebra)
- অনুপাত ও সমানুপাত
- সময় এবং কাজ
- ত্রিকোণমিতি
Reasoning (30 Marks)
- নাম্বার সিরিজ
- কোডিং ডিকোডিং
- পাজেল টেস্ট
- প্রবলেম সলভিং
- সিটিং অ্যারেঞ্জমেন্ট
- ডিসিশন মেকিং
- ব্লাড রিলেশন
- মিসিং নাম্বার টেস্ট
- ভেন ডায়াগ্রাম
- শ্রেণীবিন্যাস
WBP Lady Constable Main Exam Syllabus 2023
General Awareness and General Knowledge (25 Marks):
- ইতিহাস
- ভূগোল
- ভারতের অর্থনীতি
- ভারতের রাজনীতি
- কারেন্ট অ্যাফেয়ার্স
- আর্ট এন্ড কালচার
WBP Lady Constable Apply Now: Click Here
English (10 Marks):
- Verb
- Noun and pronoun
- Article and preposition
- Voice
- Narration
- Tense
- Phrasal verb
- Idioms and phrases
- One word substitution
- Spelling correction
- Synonyms and antonyms
- Comprehension
Mathematics (25 Marks):
- লসাগু ও গসাগু
- ভগ্নাংশ
- গড়
- শতকরা
- লাভ এবং ক্ষতি
- সময় ও দূরত্ব
- পার্টনারশিপ
- সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ
- বীজগণিত (elementary algebra)
- অনুপাত ও সমানুপাত
- সময় এবং কাজ
- ত্রিকোণমিতি
Reasoning (25 Marks):
- নাম্বার সিরিজ
- কোডিং ডিকোডিং
- পাজেল টেস্ট
- প্রবলেম সলভিং
- সিটিং অ্যারেঞ্জমেন্ট
- ডিসিশন মেকিং
- ব্লাড রিলেশন
- মিসিং নাম্বার টেস্ট
- ভেন ডায়াগ্রাম
- শ্রেণীবিন্যাস
No comments:
Post a Comment