Tuesday, April 11, 2023

 




রাজ্যের জেলা স্বাস্থ্য ভবনে ১৭ ধরনের পোস্টে বিভিন্ন সংখ্যক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। এই চাকরির বিজ্ঞপ্তিটি পুরুলিয়া জেলার স্বাস্থ্য দফতর থেকে জারি করা হয়েছে। পুরুলিয়ায় নিয়োগ করা হলেও রাজ্যের ২৩ টি জেলা থেকেই ছেলে-মেয়েরা আবেদন করতে পারবে।

চাকরির জন্য কোনও লিখিত পরীক্ষা এখানে নেওয়া হবে না। কেবলমাত্র কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীদের পুরুলিয়া জেলার স্বাস্থ্য দফতরে পোস্টিং দেওয়া হবে। নিয়োগের বাকি গুরুত্বপূর্ন তথ্যগুলি নিচে থেকে পরপর জেনে নিন। 

পদের নাম এবং শূন্যপদ 

(1) District Manager Quality Assurance

শূন্যপদ – এখানে UR-01 টি শূন্যপদ রয়েছে।

(2) District Consultant (Quality Monitoring)

শূন্যপদ – এখানে UR-01 টি শূন্যপদ রয়েছে।

(3) Facility Consultant Quality Monitoring

শূন্যপদ – 01 (SC) টি।

(4) Executive Assistant Quality Assurance

শূন্যপদ – এখানে UR-01 টি শূন্যপদ রয়েছে।

(5) Cinical Psychologist /Psychologist

শূন্যপদ – এখানে 02 (UR-1 & SC-1) টি শূন্যপদ রয়েছে।

(6) Psychiatric Nurse/ Community Nurse

শূন্যপদ – এখানে UR-01 টি শূন্যপদ রয়েছে।

(7) Psychiatric Social Worker/Social Worker

শূন্যপদ – এখানে UR-01 টি শূন্যপদ রয়েছে।

(8) Record Keeper

শূন্যপদ – এখানে UR-01 টি শূন্যপদ রয়েছে।

(9) Nutritionist

শূন্যপদ – এখানে 05 (UR-1, SC- 2. OBC-A(EC)- 1, UR (PWD)-1 টি শূন্যপদ রয়েছে।

(10) Medical Social Workers

শূন্যপদ – এখানে 02 (SC-1 & UR -1). টি শূন্যপদ রয়েছে।

(11) Laboratory Technician

শূন্যপদ – এখানে 02 (SC-1 & UR-1) টি শূন্যপদ রয়েছে।

(12) Laboratory Technician

শূন্যপদ – এখানে UR-01 টি শূন্যপদ রয়েছে।

(13) Community Health Assistant

শূন্যপদ – এখানে 06 (UR-2, OBC-A-1, SC EC-1, OBC-8 -1. UR EC-1, SC-1. UR- PWD-1) টি শূন্যপদ রয়েছে।

(14) Medical Officer

শূন্যপদ – এখানে UR-01 টি শূন্যপদ রয়েছে।

(15) Staff Nurse

শূন্যপদ – এখানে 3 (UR EC-1, ST-1, UR-1) টি শূন্যপদ রয়েছে।

(16) Ophthalmic Assistant

শূন্যপদ – এখানে 02 (1 SC & 1 UR) টি শূন্যপদ রয়েছে।

(17) Peer Support

শূন্যপদ – এখানে UR-01 টি শূন্যপদ রয়েছে।

বয়সসীমা 

আবেদন করার জন্য প্রার্থীদের সর্বনিম্ন বয়স 18 এবং সর্বোচ্চ বয়স 40 রাখা হয়েছে। এই বয়সসীমার মধ্যে যে কোনো যোগ্য প্রার্থী এখানে আবেদন করতে পারেন। তবে মেডিকেল অফিসার পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স 62 বছর রাখা হয়েছে।হয়েছে।

বেতনক্রম 

এখানে পদ অনুয়ায়ী প্রার্থীদের সর্বনিম্ন 10,000 টাকা থেকে সর্বোচ্চ 60,000 টাকা অবধি বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা 

প্রতিটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে। এই ব্যাপারে বিস্তারিত জানতে নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করুন।

নিয়োগ পদ্ধতি 

এখানে প্রার্থীদের কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। কাজের অভিজ্ঞতাতেও নম্বর দেওয়া হবে।

আবেদন পদ্ধতি 

প্রার্থীদের এখানে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার জন্য http://www.purulia.nic.in বা http://www.purulia.gov.in বা http://www.wbhealth.gov.in এর মধ্যে যে কোনো একটি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করে সাবমিট করে দিতে হবে।

আবেদনের সময়সীমা 

17/04/2023 তারিখ এখানে আবেদন করার শেষ দিন।

 অফিসিয়াল নোটিশ: Download

 অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

No comments:

Post a Comment