রাজ্যে গ্রুপ সির নিয়োগ দুর্নীতি কান্ডে সুপারিশপত্র বাতিল হয়েছে ৭৮৫ জন প্রার্থীর। এছাড়া এসএসসি সুপারিশপত্র ছাড়া নিয়োগ পাওয়ার অভিযোগে চাকরি বাতিল হয়েছে আরও ৫৭ জন প্রার্থীর। তবে এবার সংশ্লিষ্ট শূন্যপদে প্রার্থী নিয়োগের ঘোষণা করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)।
এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অতি শীঘ্রই ওয়েটিং লিস্ট থেকে শূন্যপদে প্রার্থী নিয়োগ শুরু করবে কমিশন। সেইমতো শুরু হবে কাউন্সেলিং কর্মসূচি। আর এই কাউন্সেলিংয়ের দিনক্ষণের বিষয়ে জানিয়ে দেওয়া হবে প্রার্থীদের। এছাড়া কবে ও কোথায় কাউন্সেলিং হবে তাও যথাসময়ে জানতে পারবেন প্রার্থীরা।
কমিশনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, গ্রুপ সির অপেক্ষমান তালিকায় থাকা প্রার্থীদের মধ্যে কারোর যদি ওএমআর শিটে কারচুপি ধরা পড়ে তবে তাঁকেও বাতিল করা হবে। প্রসঙ্গত, এর আগে গ্রুপ ডির কাউন্সেলিং বিজ্ঞপ্তি প্রকাশ করে এসএসসি। তবে শীর্ষ আদালতের তরফে এই নিয়োগে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। তাই এবার গ্রুপ সির প্রার্থীদের নিয়োগ কতদূর হবে সে প্রসঙ্গে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।
No comments:
Post a Comment