Employment No.- 2023-24
পদের নাম- Apprentice
মোট শূন্যপদ- ৫০০০ টি। ( পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শূন্যপদ- ৩৬২ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Graduate Degree করা থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স ২০ বছর থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
স্টাইপেন্ড- প্রশিক্ষণ চলাকালীন প্রার্থীদের ১০,০০০/- টাকা থেকে ১৫,০০০/- টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। www.apprenticeshipindia.gov.in গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর নাম, ঠিকানা, বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদন ফি- আবেদন ফি বাবদ GEN/ OBC/ EWS প্রার্থীদের ক্ষেত্রে ৮০০/- টাকা, ST/ SC প্রার্থীদের ক্ষেত্রে ৬০০/- টাকা ও PWD প্রার্থীদের ক্ষেত্রে ৪০০/- টাকা ধার্য করা হয়েছে। আবেদন ফি জমা করা যাবে Online -এর মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ- ৩ এপ্রিল, ২০২৩
নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
নিয়োগ স্থান- পশ্চিমবঙ্গের দুর্গাপুর, কলকাতা (North & South), বাঁকুড়া, জলপাইগুড়ি, শিলিগুড়ি ও কোচবিহার রিজিয়নে নিয়োগ করা হবে।
Official Notification: Download Now
Apply Now: Click Here
No comments:
Post a Comment