কেন্দ্রীয় সরকারের স্টিল অথোরিটি অফ ইন্ডিয়াতে মাধ্যমিক পাশ সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
Employment No.- BSL/R/2023-01
পদের নাম- Operator Cum Technician
মোট শূন্যপদ- ৮৭ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ সহ Engineering -এ Diploma করা থাকলে আবেদন করতে পারবেন।
পদের নাম- Mining Foreman
মোট শূন্যপদ– ৯ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ সহ Mining -এ Diploma করা থাকলে আবেদন করতে পারবেন।
পদের নাম- Surveyor
মোট শূন্যপদ– ৬ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ সহ Mining/ Mining & Mines Survey -এ Diploma করা থাকলে আবেদন করতে পারবেন।
পদের নাম- Mining Mate
মোট শূন্যপদ- ২০ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ সহ বৈধ Mining Mate Certificate থাকলে আবেদন করতে পারবেন।
পদের নাম- Attendant cum Technician
মোট শূন্যপদ- ৩৪ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ সহ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে আবেদন করতে পারবেন।
পদের নাম- Attendant cum Technician Trainee Electrician
মোট শূন্যপদ- ৫০ টি।
শিক্ষাগত যোগ্যতা– যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ সহ Electrician Trade -এ ITI Course করা থাকলে আবেদন করতে পারবেন।
পদের নাম- Mining Sirdar
মোট শূন্যপদ- ৮ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ সহ Mining Sirdar Certificate করা থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- উভয় পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতন- পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন ২৫,০৭০/& টাকা থেকে ৩৮,৯২০/- টাকা।
এছাড়াও এই বিজ্ঞপ্তিতে আরও অন্যান্য কয়েক পদ রয়েছে যেমন- মেডিকেল অফিসার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজমেন্ট ট্রেনিং টেকনিক্যাল। এই সমস্ত পদ গুলোতে আবেদনের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি মোবাইল নাম্বার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদন ফি- আবেদন ফি বাবদ Unreserved প্রার্থীদের ক্ষেত্রে Operator Cum Technician পদের জন্য ৫০০/- টাকা ও আর অন্যান্য পদগুলির ক্ষেত্রে ৩০০/- টাকা। এবং SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে Operator Cum Technician পদের জন্য ১৫০/- টাকা ও ও আর অন্যান্য পদগুলির ক্ষেত্রে ১০০/- টাকা ধার্য করা হয়েছে। আবেদন ফি জমা করা যাবে Net Banking, Credit Card, Debit Card -এর মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ- ১৫ এপ্রিল, ২০২৩
নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
Official Notification: Download Now
Apply Now: Click Here
No comments:
Post a Comment