Sunday, February 12, 2023

 

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ফরমেন ডেপুটি ডিরেক্টর সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

পদের নাম- Foreman
যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলো হলো- Aeronautical, Chemical, Computer IT, Electrical, Electronics, Metallurgy, Textile
শিক্ষাগত যোগ্যতা– যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে Engineering/ Technology -তে Degree করা থাকতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম- Deputy Director
মোট শূন্যপদ- ১২ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Economic/ Statistics/ Mathematics/ Commerce/ Psychology/ Sociology/ Social Work/ Public Administrative/ Business Administrative -এ Master’s Degree করা থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

পদের নাম- Asst Controller
মোট শূন্যপদ- ৪৭ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Mining Engineering -এ Engineering/ Technology -তে Bachelor’s Degree করা থাকলে আবেদন করতে পারবেন।

পদের নাম- Labour Officer
মোট শূন্যপদ– ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে গ্ৰ্যাজুয়েশন পাশ সহ সংশ্লিষ্ট তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।

বেতন- উভয় পদের ক্ষেত্রে পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদন ফি- আবেদন ফি বাবদ সবার জন্য ২৫/- টাকা ধার্য করা হয়েছে। আবেদন ফি জমা দেয়া যাবে Net Banking/ Credit Card/ Debit Card -এর মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ- ২ মার্চ, ২০২৩


Apply Now: Click Here

No comments:

Post a Comment