প্রাইমারি টেটের ষষ্ঠ দফার ইন্টারভিউর তারিখ ঘোষণা করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ। সম্প্রতি এ বিষয়ে অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। জানানো হয়েছে, ষষ্ঠ পর্যায়ের ইন্টারভিউ প্রক্রিয়ায় মুলত পূর্ব বর্ধমান জেলার চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। পরীক্ষার্থীরা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট (wbbpe.org) -এ গিয়ে ইন্টারভিউ সম্পর্কিত বিজ্ঞপ্তিটি দেখে আসতে পারেন।
পর্ষদের তরফে জানানো হয়েছে, প্রাইমারি টেটের ষষ্ঠ দফার ইন্টারভিউ ও অ্যাপটিটিউড টেস্ট শুরু হবে আগামী ২৩শে ফেব্রুয়ারি থেকে। এই পর্বে শুধুমাত্র পূর্ব বর্ধমান জেলার পরীক্ষার্থীদের ২৩, ২৪, ২৭, ২৮ শে ফেব্রুয়ারি ও ১ মার্চ নাগাদ ইন্টারভিউ নেওয়া হবে। সেক্ষেত্রে নির্ধারিত দিনে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ পরীক্ষার্থীদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যে যে ডকুমেন্টগুলি নিয়ে আসতে হবে তার একটি তালিকা দিয়েছে পর্ষদ।
সেগুলি হলো- টেটের অ্যাডমিট কার্ড, টেট উত্তীর্ণ হওয়ার নথি (প্রিন্ট করা), মাধ্যমিকের অ্যাডমিট কার্ড/ জন্ম শংসাপত্র, মাধ্যমিক বা সমতুল পরীক্ষার মার্কশিট, উচ্চমাধ্যমিক বা সমতুল পরীক্ষার মার্কশিট, স্নাতক পাশের মার্কশিট, বি.এড/ ডি.এল.এড/ ডি.এড বা সমতুল কোর্সের মার্কশিট, ভোটার বা আধার কার্ড, নিজের স্বাক্ষর যুক্ত পাসপোর্ট সাইজ ফটো, জাতিগত শংসাপত্র, এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট (যদি থাকে) ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে তার শংসাপত্র ইত্যাদি। পর্ষদের বিজ্ঞপ্তি থেকে ডকুমেন্টের তালিকাটি অবশ্যই মিলিয়ে নেবেন পরীক্ষার্থীরা।
প্রসঙ্গত, কড়া নিরাপত্তার মধ্যে প্রাইমারি টেটের ইন্টারভিউ নিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সম্প্রতি পর্ষদ সভাপতি বলেন, ‘অত্যন্ত স্বচ্ছতার সাথে টেটের ইন্টারভিউ পরিচালিত হচ্ছে’। আগের দফার মতোই ষষ্ঠ দফার ইন্টারভিউতেও নিয়মনীতি একই রাখা হবে। গোটা ইন্টারভিউতে চলবে সিসিটিভি ক্যামেরার নজরদারি। পরীক্ষার্থীদের দিতে হবে অ্যাপটিটিউড টেস্ট। সুনির্দিষ্ট পদ্ধতিতে ইন্টারভিউ নিয়ে চাকরিপ্রার্থীদের নিয়োগ দেওয়ার আশ্বাস প্রাথমিক শিক্ষা পর্ষদের।
No comments:
Post a Comment