Wednesday, February 15, 2023

 


কেন্দ্রীয় সরকারের দপ্তরে বিনামূল্যে প্রশিক্ষণের মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোন ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

Employment No-
পদের নাম- ITI Apprentice and Diploma Apprentice
মোট শূন্যপদ- ৮৯ টি।
যে সমস্ত ট্রেডে নিয়োগ করা হবে সেগুলো হলো- Fitter, Electronic Mechanic, Carpenter, Machinist, Turner, Electrician, Welder (Gas and Electric, Electrical Engineering, Electronics Engineering, Mechanical Engineering, Computer Science, Information Technology

শিক্ষাগত যোগ্যতা- বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদ অনুযায়ী যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে ডিপ্লোমা/ আইটিআই করা থাকলে আবেদন করতে পারবেন।
বয়স– প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
স্টাইপেন্ড- প্রশিক্ষণ চলাকালীন প্রতিমাসে স্টাইপেন্ড দেওয়া হবে।

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- Artificial Limbs Manufacturing Corporation Of India, G.T. Road, Kanpur- 209217
আবেদনের শেষ তারিখ- ৩ মার্চ, ২০২৩


✅ Join Our Whatsapp Group- Join Now


Official Notification: Download Now
Official Website: Click Here

No comments:

Post a Comment