পশ্চিমবঙ্গের জেলা আদালতে (Juvenile Justice Board) গ্রুপ-সি এবং গ্রুপ-ডি কর্মী নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণি এবং উচ্চ মাধ্যমিক পাস হলেই এই চাকরিগুলির জন্য রাজ্যের চাকরিপ্রার্থীরা অনায়াসে আবেদন করতে পারবে।
এখন আমরা জানবো গ্রুপ সি এবং গ্রুপ-ডি কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোন জেলায় নিয়োগ করা হবে, পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, শূন্যপদ কয়টি রয়েছে এবং কিভাবে আবেদন করা যাবে ইত্যাদি বিষয়ে।
নিয়োগের নোটিশ নামো নম্বর: 118 (35)/DCPU-N
নোটিশ প্রকাশের তারিখ: 03/02/2023
আবেদন করার মাধ্যম: অফলাইনে ফর্ম ফিলাপ এবং তা জমা দিয়ে আবেদন করতে হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকেই আবেদন করার ফর্মটি পাওয়া যাবে।
রাজ্যের জেলা আদালতে গ্রুপ সি, গ্রুপ ডি নিয়োগের বিস্তারিত তথ্য
যে সমস্ত পদে নিয়োগ করা হবে:
(1) বেঞ্চ ক্লার্ক (Bench Clerk, Group-C)
(2) অর্ডারলি (Orderly, Group D)
পদ অনুযায়ী মাসিক বেতন:
(1) বেঞ্চ ক্লার্ক- গ্রুপ সি বেঞ্চ ক্লার্ক পদের জন্য প্রতি মাসে 13 হাজার 500 টাকা বেতন দেওয়া হবে।
(2) অর্ডারলি- গ্রুপ ডি অর্ডারলি পদের জন্য প্রতি মাসে 12 হাজার টাকা বেতন দেওয়া হবে।
চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা:
(1) বেঞ্চ ক্লার্ক-
- উচ্চ মাধ্যমিক পাস (HS) হতে হবে।
- কম্পিউটারের জ্ঞান থাকতে হবে।
- সেই সাথে বাংলা এবং হিন্দি ভাষায় কথা বলতে লিখতে এবং পড়তে জানতে হবে।
(2) অর্ডারলি-
- অষ্টম শ্রেণী পাস হতে হবে।
- সেই সাথে বাংলা এবং হিন্দি ভাষায় কথা বলতে লিখতে এবং পড়তে জানতে হবে।
চাকরির জন্য বয়স সীমা:
বেঞ্চ ক্লার্ক এবং অর্ডারলি উভয় পদের ক্ষেত্রেই আবেদনকারী চাকরি প্রার্থীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে থাকতে হবে। বয়সের হিসাব করবেন ১ জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী।
পদ অনুযায়ী শূন্যপদ:
(1) বেঞ্চ ক্লার্ক- 1 টি (UR)
(2) অর্ডারলি- 1 টি (UR)
নিয়োগ প্রক্রিয়া:
(1) বেঞ্চ ক্লার্ক-
- লিখিত পরীক্ষা-80 নম্বর
- কম্পিউটার টেস্ট- 10 নম্বর
- মৌখিক পরীক্ষা (Viva-voce)-10 নম্বর।
(2) অর্ডারলি-
- সরাসরি ইন্টারভিউ (Walk-in interview) এর মাধ্যমে প্রার্থী বাছাই করে গ্রুপ-ডি অর্ডারলি পদে নিয়োগ করা হবে।
- ইন্টারভিউয়ের তারিখ, স্থান এবং সময় পরবর্তীতে আবেদনকারীদের জানানো হবে।
নিয়োগের স্থান:
নদীয়া জেলাতে এই নিয়োগটি করা হবে।
চাকরির ধরন:
কন্ট্রাকচুয়াল বেসিসের চাকরিতে এই নিয়োগটি করা হবে।
আবেদন প্রক্রিয়া:
(1) অফলাইনে একটি ফর্ম ফিলাপ করে তা নির্দিষ্ট ঠিকানায় জমা দিয়ে প্রত্যেক আবেদনকারীকে আবেদন করতে হবে।
(2) আবেদন করার ওই ফর্মটি অফিসিয়াল বিজ্ঞপ্তির তিন নম্বর পেজে দেওয়া রয়েছে। তাই আবেদন করার আগে নিচের দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে হবে।
(3) এরপর অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদন করার ফর্মটি প্রিন্ট করে সেটি নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, কোন পদের জন্য আবেদন করা হচ্ছে ইত্যাদি সঠিক তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে।
(4) ফিলাপ করা ওই ফর্মটির সাথে দরকারি সমস্ত ডকুমেন্টস এর জেরক্স গুলি জুড়ে দিয়ে একটি খামে ভরে খামের মুখ বন্ধ করতে হবে।
(5) সবশেষে আবেদনপত্র সহ ওই খামটিকে নিচে উল্লেখিত ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে জমা করতে হবে।
আবেদনপত্র জমা করার ঠিকানা:
Social Welfare Section, Office of the District Magistrate, Nadia, Krishnanagar, Pin-741101.
আবেদনের জন্য গুরুত্বপূর্ণ তারিখ:
আবেদন শুরু- 06/02/2023 (06 ফেব্রুয়ারি 2023)
আবেদন শেষ- 03/3/2023 (03 মার্চ 2023)
✅ আমাদের WhatsApp গ্রুপ- Join Now
✅ নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট- Click Here
✅ নিয়োগের অফিসিয়াল নোটিশ- Download
No comments:
Post a Comment