Wednesday, February 22, 2023


1.আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় কবে?
ⓐ ২১শে ফেব্রুয়ারি
ⓑ ২২শে ফেব্রুয়ারি
ⓒ ২৩শে ফেব্রুয়ারি
ⓓ ২৪শে ফেব্রুয়ারি

2.ভারত থেকে Frozen Seafood আমদানির উপর নিষেধাজ্ঞা তুলে নিল কোন দেশ?
ⓐ ইরান
ⓑ ইরাক
ⓒ কাতার
ⓓ মালেশিয়া

3.শিশু মানবাধিকার ক্ষেত্রে UNICEF India-র ন্যাশনাল অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে?
ⓐ অক্ষয় কুমার
ⓑ অমিতাভ বচ্চন
ⓒ প্রিয়াঙ্কা চোপড়া
ⓓ আয়ুষ্মান খুরানা

4.Oxford University Hospitals NHS Trust-এর CEO পদে নিযুক্ত হলেন কোন ভারতীয় বংশোদ্ভুত?
ⓐ শীতল পান্ডে
ⓑ মেঘনা পণ্ডিত
ⓒ কৃতিকা শর্মা
ⓓ শিবানী সিং

5.আন্তর্জাতিক ক্রিকেটে ২৫ হাজার রান সম্পূর্ণকারী ষষ্ঠ ব্যাটার হলেন কে?
ⓐ রোহিত শর্মা
ⓑ সূর্য্য কুমার যাদব
ⓒ বিরাট কোহলি
ⓓ কেউই নন

6.উত্তরাখণ্ডে কোন দেশের সাথে "Dustlik" নামে যৌথ মিলিটারি অনুশীলন শুরু করলো ভারত?
ⓐ জাপান
ⓑ UAE
ⓒ উজবেকিস্তান
ⓓ আফগানিস্তান

7.UN Social Development Commission-এর ৬২তম অধিবেশনে সভাপতিত্ব করলেন কোন দেশের প্রতিনিধি রুচিরা কম্বোজ?
ⓐ ভারত
ⓑ পাকিস্তান
ⓒ শ্রীলঙ্কা
ⓓ বাংলাদেশ

8.১৮তম World Security Congress আয়োজিত হলো কোথায়?
ⓐ জয়পুর
ⓑ নিউ দিল্লি
ⓒ মুম্বাই
ⓓ হায়দ্রাবাদ

9.কোথায় শিব সৃষ্টি থিম পার্কের উদ্বোধন করলেন অমিত শাহ?
ⓐ নাগপুর
ⓑ ভেলোর
ⓒ উজ্জয়িনী
ⓓ পুনে

10.রাশিয়া ও চীনের সাথে "Mosi II" নামে যৌথ মিলিটারি অনুশীলন শুরু করলো কোন দেশ?
ⓐ আমেরিকা
ⓑ দক্ষিণ আফ্রিকা
ⓒ দক্ষিণ কোরিয়া
ⓓ ইজরায়েল

No comments:

Post a Comment