Tuesday, February 21, 2023



1.বিশ্ব সামাজিক ন্যায় দিবস পালন করা হয় কবে?
ⓐ ২০শে ফেব্রুয়ারি
ⓑ ২১শে ফেব্রুয়ারি
ⓒ ২৩শে ফেব্রুয়ারি
ⓓ ২৪শে ফেব্রুয়ারি

2.OECD's Services Trade Restrictiveness Index-এ ভারতের স্থান কত?
ⓐ ৫৬
ⓑ ২৩
ⓒ ৪৭
ⓓ ৪৯

3.সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে কতগুলি চিতা এনে মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে রাখা হলো?
ⓐ ১৪টি
ⓑ ৮টি
ⓒ ১০টি
ⓓ ১২টি

4.বিশ্বে দ্বিতীয় ধীর গতির শহর হলো কোনটি?
ⓐ কলকাতা
ⓑ বেঙ্গালুরু
ⓒ নিউ দিল্লি
ⓓ মুম্বাই

5.কোন সাল থেকে গ্যাস ও ডিজেলচালিত গাড়ি বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করলো ইউরোপিয়ান ইউনিয়ন?
ⓐ ২০৩০
ⓑ ২০৩৫
ⓒ ২০৪০
ⓓ ২০২৫

6.সুজলম-সুফলম জল অভিযান-এর ষষ্ঠ দফা লঞ্চ করলো কোন রাজ্য?
ⓐ পাঞ্জাব
ⓑ হরিয়ানা
ⓒ রাজস্থান
ⓓ গুজরাট

7.Electronic Bank Guarantee Scheme লঞ্চ করলো কোন ব্যাঙ্ক?
ⓐ Indian Overseas Bank
ⓑ HDFC Bank
IDBI Bank
ⓓ SBI

8.আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে ১০০টি টেস্ট ম্যাচ খেলা ১৩তম খেলোয়াড় হলেন কে?
ⓐ চেতেশ্বর পুজারা
ⓑ কে.এল. রাহুল
ⓒ রোহিত শর্মা
ⓓ কেউই নন

9.প্রথম রাজ্য স্তরে চিংড়ি মেলা শুরু হলো কোথায়?
ⓐ উড়িষ্যা
ⓑ পশ্চিমবঙ্গ
ⓒ পাঞ্জাব
ⓓ অন্ধ্রপ্রদেশ

10.বাংলাকে পরাজিত করে রঞ্জি ট্রফি জিতলো কোন টিম?
ⓐ সৌরাষ্ট্র
ⓑ মুম্বাই
ⓒ দিল্লি
ⓓ তামিলনাড়ু

No comments:

Post a Comment