Tuesday, January 31, 2023

 

রাজ্যের স্কুলে বিভিন্ন বিষয়ের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

Employment No- BAV/AT/2023
পদের নাম- Assistant Teacher
মোট শূন্যপদ- ৪ টি।
যে সমস্ত বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে সেগুলো হলো- Geography, Pure Science, Sanskrit (Upper Primary), Physical Science (Secondary)

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পাশ সহ B. Ed/ D.EI.Ed করা থাকতে হবে। এবং Physical Science (Secondary) পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পাশ সহ B.ed করা থাকলে আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করতে হবে। পরে পূরণ করা আবেদনপত্র, বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- Batikar Abhedananda Vidyapith (H.S), P.o- Batikar, Dist- Birbhum, Pin- 731121, WB
আবেদন ফি- আবেদন ফি বাবদ Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ৫০০/- টাকা, OBC প্রার্থীদের ক্ষেত্রে ৪০০/- টাকা এবং SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে ৩০০/- টাকা ধার্য করা হয়েছে।
আবেদনের শেষ তারিখ- ১৯ ফেব্রুয়ারি, ২০২৩

Official Notification: Download Now
Application Form: Download Now
Official Website: Click Here



No comments:

Post a Comment