Tuesday, January 31, 2023

 

ভারত সরকারের ইন্ডিয়ান নেভিতে মাধ্যমিক পাশে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

Employment No- 01/2023/NAD
পদের নাম- Tradesmen Skilled
মোট শূন্যপদ– ২৪৮ টি।
যে সমস্ত ট্রেডে নিয়োগ করা হবে সেগুলো হলো- Machinist, Driver Crane Mobile, Shipwright, Painter, Fitter সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদন ফি- আবেদন ফি বাবদ Unreserved/ OBC প্রার্থীদের ক্ষেত্রে ২৫০/- টাকা ধার্য করা হয়েছে। এবং SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন লাগবে না। আবেদন ফি জমা করা যাবে Net Banking, Credit Card, Debit Card -এর মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ- বিজ্ঞপ্তি প্রকাশের ২৮ দিনের মধ্যে আবেদন করতে হবে।
নিয়োগ পদ্ধতি- শর্ট লিস্ট প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন ও লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা।

Official Notification: Download Now
Apply Now: Click Here



No comments:

Post a Comment