Monday, January 30, 2023

 



রাজ্যের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে চুক্তিভিত্তিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বায়োডাটা ও প্লেন আবেদনপত্রের আবেদন করতে হবে। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

Employment No– 04/DLLRO/KPG/2023
পদের নাম- Amins
যোগ্যতা- আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট ক্ষেত্রে Retired Employee হতে হবে তাহলেই আবেদন করতে পারবেন।
বেতন- প্রতিমাসে বেতন ১০,০০০/- টাকা।

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে প্রার্থীদের প্লেন আবেদনপত্র লিখতে হবে। পরে আবেদনপত্রের সঙ্গে বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোষ্টের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- District of Land Records and Surveys and joint Land Reforms Commissioner, West Bengal, Survey Building, 35, Gopal Nagar Road, Kolkata- 700027
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ- ১১ ফেব্রুয়ারি, ২০২৩

Official Notification: Download Now
Official Website: Click Here



No comments:

Post a Comment