ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন (IBPS) -এর তরফে মার্কেটিং অফিসার, Law অফিসার সহ বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
পদের নাম- I.T Office, Agriculture Field Office, Rajbhasha Adhikari, Law Office, HR/ Personnel Officer, Marketing Officer.
মোট শূন্যপদ- ৭০০ টি।
শিক্ষাগত যোগ্যতা- উপরে উল্লেখিত পদে আবেদনের ক্ষেত্রে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে।
বয়স- প্রার্থীর বয়স ২০ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে ২১ নভেম্বর ২০২২ তারিখ অনুযায়ী। সরকারি নিয়ম সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।\
আবেদন পদ্ধতি- আবেদনে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচের দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বৈধ ইমেইল আইডি ও মোবাইল নাম্বার থাকতে হবে এবং পাসপোর্ট সাইজের ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদনের শেষ তারিখ- ২১ নভেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
আবেদন ফি- আবেদন ফি বাবদ SC/ ST/ PWBD প্রার্থীদের ক্ষেত্রে ১৭৫ টাকা + GST ও অন্যান্যদের ক্ষেত্রে ৮৫০ টাকা+ GST ধার্য করা হয়েছে।
শূন্যপদের বিন্যাস ও নিয়োগকারী ব্যাংকগুলি হলো-
I.T Office- 44 (Union Bank of India)
Agriculture Field Office- 516 (Punjab National Bank-100, Union Bank of India -416)
Rajbhasha Adhikari- 25 (Bank of Baroda- 20, Union Bank of India-5)
Law Office- 10 (Bank of Baroda)
HR/ Personnel Officer- 15 (Union Bank of India)
Marketing Officer- 100 (Union Bank of India)
নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের প্রিলিমিনারির পরীক্ষা এবং মেইন পরিক্ষার ভিত্তিতে নিয়োগ করা হবে।
পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পরিক্ষা কেন্দ্র- আসানসোল, দুর্গাপুর, কল্যাণী, শিলিগুড়ি, হুগলি, গ্ৰেটার ও কলকাতা।
Apply Now: Click Here
No comments:
Post a Comment