Thursday, November 24, 2022



কেন্দ্রীয় সরকারের হিন্দুস্তান কপার লিমিটেডে মাধ্যমিক পাশে বিনামূল্যে প্রশিক্ষণের মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

পদের নাম- Apprentice
মোট শূন্যপদ- ২৯০ টি।
যে সমস্ত ট্রেডে নিয়োগ করা হবে সেগুলো হলো- Mate, Blaster, Diesel Mechanic, Fitter, Turner, Welder, Electrician, Electronics Mechanic, Draughtsman (Civil, Mechanical), Computer Operator, Surveyor, Refrigerator & Air Conditioner

শিক্ষাগত যোগ্যতা- Mate, Blaster পদের ক্ষেত্রে মাধ্যমিক পাশ আর বাকি সমস্ত পদের ক্ষেত্রে মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
বয়স– প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
প্রশিক্ষণের সময়সীমা- Mate পদের ক্ষেত্রে ৩ বছর, Blaster ও Diesel Mechanic পদের ক্ষেত্রে ২ বছর, এবং আর বাকি সমস্ত পদের ক্ষেত্রে ১ বছর।
স্টাইপেন্ড- Apprentice নিয়ম অনুযায়ী প্রার্থীদের প্রতিমাসে স্টাইপেন্ড দেওয়া হবে।

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে কেন্দ্রীয় সরকারের অ্যাপ্রেন্টিস পোর্টালে (www.apprenticeshipindia.org) গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। পরে www.hindustancopper.com গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি ও মোবাইল নম্বর সহ বিস্তারিত তথ্য দিয়ে সাবমিট করতে হবে।
আবেদনের শেষ তারিখ- ১২ ডিসেম্বর, ২০২২

Apply Now: Click Here

No comments:

Post a Comment