কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ এডুকেশনের তরফে হাইকোর্টে গ্রুপ- ডি ও গ্রুপ- সি পদে প্রচুর কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোন ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
পদের নাম- Electrician
বেতন- প্রতিমাসে বেতন ৫২০০/- টাকা থেকে ২০,২০০/- টাকা।
শিক্ষাগত যোগ্যতা- এইট পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ করে থাকতে হবে।
পদের নাম- Process Server
বেতন- প্রতিমাসে বেতন ৫২০০/- টাকা থেকে ২০,২০০/- টাকা।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
পদের নাম- Orderly/ Peon/ Office Peon/ Farrash
বেতন- প্রতিমাসে বেতন ৫২০০/- টাকা থেকে ২০,২০০/- টাকা।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
পদের নাম- Chowkidar/ Waterman/ Sweeper/ Mali/ Coolie/ Bhisti/ Leftman
বেতন– প্রতিমাসে বেতন ৫২০০/- টাকা থেকে ২০,২০০/- টাকা।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
পদের নাম- Sweeper Cum Farrash
বেতন- প্রতিমাসে বেতন ৫২০০/- টাকা থেকে ২০,২০০/- টাকা।
শিক্ষাগত যোগ্যতা- ষষ্ঠ শ্রেণি পাশ।
মোট শূন্যপদ- উপরে উল্লেখিত সমস্ত পদে মোট ১৬৯৯ টি শূন্যপদ রয়েছে।
বয়স- প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
পদের নাম- Driver
মোট শূন্যপদ- ২৬ টি।
বেতন- প্রতিমাসে বেতন ৫২০০/- টাকা থেকে ২০,২০০/- টাকা।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচের দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি ও মোবাইল নাম্বার থাকতে হবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে পেমেন্ট ফি, সই (৪কেবি থেকে ৩০ কেবি), ছবি (১০কেবি থেকে ২০০ কেবি), Left Hand Thumb (১০কেবি থেকে ২০০ কেবি) সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদন ফি- আবেদন ফি বাবদ General/ OBC/ EWS প্রার্থীদের ক্ষেত্রে ৮০০/- টাকা। এবং SC/ ST প্রার্থীদের ক্ষেত্রে ৬০০/- টাকা ধার্য করা হয়েছে। আবেদন ফি জমা করা যাবে Net Banking/ Credit Card/ Debit Card -এর মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ- ১৩ নভেম্বর, ২০২২
নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের লিখিত পরীক্ষা, ইন্টারভিউ ও ফিজিক্যাল ফিটনেস টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।
Official Notification-
Group-D Notification: Download Now
Driver Notification: Download Now
Apply Now: Click Here
No comments:
Post a Comment