কেন্দ্রীয় সরকারের দপ্তরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে প্রশিক্ষণের মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
পদের নাম- ITI Trade Apprentice
মোট শূন্যপদ- ৩৪৮ টি।
যে সমস্ত ট্রেডে নিয়োগ করা হবে সেগুলো হলো- ইলেকট্রিশিয়ান, ফিটার, ওয়েল্ডার, মেকানিস্ট, প্রিন্টার সহ বিভিন্ন পদে প্রশিক্ষণের মাধ্যমে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে ITI কোর্স করা থাকলে আবেদন করতে পারবেন।
স্টাইপেন্ড- প্রতিমাসে স্টাইপেন্ড ৮,০০০/- টাকা।
পদের নাম- Technician (Vocational) Apprentice
মোট শূন্যপদ- ৮ টি।
যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলো হলো- Accounting and Taxation, Basic Nursing and Palliative care, Coustomer Relationship Management, Electrical & Electronic Technology, Food & Restaurant Management
শিক্ষাগত যোগ্যতা- সংশ্লিষ্ট ক্ষেত্রে ভোকেশনাল বিষয়ে উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
স্টাইপেন্ড- প্রতিমাসে স্টাইপেন্ড ৯,০০০/- টাকা।
বয়স- উভয় পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স সর্বোচ্চ ১৮ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে ২৬ অক্টোবর ২০২২ তারিখ অনুযায়ী।
প্রশিক্ষণের সময়সীমা- ১ বছর।
আবেদন পদ্ধতি- আবেদনকারীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। www.cochnshipyard.in গিয়ে অথবা নিচে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের ছবি, ইমেল আইডি ও মোবাইল নাম্বার সহ বিস্তারিত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
আবেদনের শেষ তারিখ- ২৬ অক্টোবর, ২০২২
নিয়োগ পদ্ধতি- শর্ট লিস্ট প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার নাম্বারের শতাংশের ভিত্তিতে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকা হবে।
নিয়োগ স্থান- প্রার্থীদের Cochin Shipyard limited-এ নিয়োগ করা হবে।
Apply Now: Click Here
No comments:
Post a Comment