Monday, October 31, 2022

 

চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। কেন্দ্রীয় সরকারের দপ্তরে মাধ্যমিক পাশে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট ও মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

পদের নাম- মাল্টি টাস্কিং স্টাফ।
মোট শূন্যপদ– ১৫০ টি।
বয়স- ২৫ নভেম্বর ২০২২ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে হতে হবে।
বেতন- পে লেভেল ১ অনুযায়ী ২৮,০০০/- টাকা থেকে ৫৬,৯০০/- টাকা।

পদের নাম- সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট।
মোট শূন্যপদ- ১৫২১ টি।
বয়স- ২৫ নভেম্বর ২০২২ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে হতে হবে।
বেতন- পে লেভেল ৩ অনুযায়ী ২১,৭০০/- টাকা থেকে ৬৯,১০০/- টাকা।

শিক্ষাগত যোগ্যতা- উভয় পদের ক্ষেত্রে মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সঙ্গে স্থানীয় ভাষায় কথা বলার দক্ষতা থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের Tier-I ও Tier-II পরিক্ষার ভিত্তিতে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। www.nsc.gov.in গিয়ে অথবা নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি ও মোবাইল নাম্বার থাকতে হবে।
আবেদনের শেষ তারিখ- ২৫ নভেম্বর, ২০২২
আবেদন ফি- আবেদন ফি বাবদ জেনারেল ও ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে ৫০০/- টাকা ও এসি/ এসটি/ মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ৫০/- টাকা ধার্য করা হয়েছে।

রাজ্যে শূন্যপদের বিন্যাস- Subsidiary Intelligence Bureau- Kolkata- SA/Ex- 92 টি ও MTS- 5 টি। Siliguri- MTS- 1 টি।

Apply Now: Click Here



No comments:

Post a Comment