প্রাথমিকে রাজ্যের কোন জেলায় কত শূন্য পদে রয়েছে তা বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশ করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। এদিন ১১ হাজার ৭৬৫ টি শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই শূন্যপদের জন্য আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। টেট পাশ এবং প্রশিক্ষিত, ৪০-এর নিচে বয়স এমন যেকোনো প্রার্থী আবেদন করতে পারবেন।
রাজ্য ভিত্তিক শূন্যপদের তালিকা দেখে নেওয়া যাক। সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে দক্ষিণ 24 পরগনা জেলায়। প্রায় ১৩৩৮ টি শূন্যপদ রয়েছে। সবচেয়ে কম শূন্যপদ রয়েছে শিলিগুড়ি এবং পশ্চিম বর্ধমান জেলায়। যার সংখ্যা ১৬৫ টি।
জেলা | শূন্যপদ |
পশ্চিম মেদিনীপুর | ৮৪ টি |
পশ্চিম বর্ধমান | ১৮৫ টি |
বীরভূম | ৪৮৬ টি |
মালদা | ৪৬৪ টি |
মুর্শিদাবাদ | ৬৬৯ টি |
শিলিগুড়ি | ১৮৫ টি |
কোচবিহার | ৪৩৬ টি |
জলপাইগুড়ি | ৩৭৬ টি |
আলিপুরদুয়ার | ১৯৬ টি |
দক্ষিণ দিনাজপুর | ২৬১ টি |
উত্তর দিনাজপুর | ৬০২ টি |
পূর্ব বর্ধমান | ৭৮৫ টি |
পুরুলিয়া | ৭৩১ টি |
ঝাড়গ্ৰাম | ৬৯১ টি |
হাওড়া | ৯৭৫ টি |
হুগলি | ৮৬০ টি |
কলকাতা | ২৩২ টি |
উত্তর ২৪ পরগনা | ৭৮০ টি |
দক্ষিণ ২৪ পরগনা | ১৩৩৮ টি |
আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আবেদন চলবে ১৪ নভেম্বর, ২০২২ রাত ১২ টা পর্যন্ত। www.wbbpe.org এবং www.wbbprimaryeducation.org এই দুই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে।
No comments:
Post a Comment