Tuesday, September 27, 2022

 



WB Primary TET Syllabus PDF Download

Exam NamePrimary TET 2022
BoardWBBPE
Exam Date11/12/2022
NotificationPublish soon
QualificationHS Pass + D.El.Ed.
Syllabusgiven below

Primary TET Syllabus PDF in Bengali

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে, আগামী ১১ ডিসেম্বর প্রাইমারি টেট পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট ১১ হাজার শূন্যপদে এই নিয়োগ করা হবে। এদিন ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের (WBBPE) সভাপতি গৌতম পালের ঘোষণা অনুযায়ী লক্ষ্মী পূজা শেষ হলেই প্রাইমারি টেট রেজিস্ট্রেশন শুরু হবে, ফর্ম ফিলাপ প্রক্রিয়া চলবে কালী পূজার আগে পর্যন্ত। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির ঘোষণা অনুযায়ী খুব শীঘ্রই পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীরা প্রস্তুতি নেওয়ার জন্য হাতে খুব কম সময় পাবেন। তাই শুরু থেকেই সিলেবাস দেখে প্রস্তুতি নিতে হবে। তাই আজকের এই পোস্টে প্রাইমারি টেট পরীক্ষার সিলেবাস প্রকাশ করা হলো।

Primary TET Syllabus PDF

First, we will discuss the West Bengal Primary TET exam syllabus, Primary TET number division, Primary TET exam pattern, Primary TET selection process etc.

Primary TET Number Division

বিষয়নম্বর
বাংলা30
ইংরেজি30
গণিত30
শিশুবিকাশ ও পেডাগজি30
পরিবেশ30
মোট150


WB Primary TET Detailed Syllabus

বাংলা (৩০ নম্বর)

  • ধ্বনী ও বর্ণ
  • পদ
  • পদ পরিবর্তন
  • সন্ধি
  • ক্রিয়ার কাল
  • লিঙ্গ
  • বচন
  • পুরুষ
  • বাক্য
  • উদ্দেশ্য বিধেয়
  • সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ
  • বিপরীত শব্দ
  • বোধ পরীক্ষণ
  • ছেদ ও যতি
  • সমাস
  • কারক বিভক্তি
  • বোধ পরীক্ষণ
  • Pedagogy for Bengali Language

ইংরেজি (৩০ নম্বর)

  • Articles
  • Preposition
  • Noun
  • Pronoun
  • Verb
  • Adverb
  • Adjectives
  • Tense
  • Punctuations
  • Vocabulary
  • Comprehension
  • Pedagogy for English Language

গণিত (৩০ নম্বর)

  • সংখ্যা তত্ত্ব
  • ল.সা.গু. ও গ.সা.গু.
  • গড়
  • অনুপাত ও অনুপাত
  • মিশ্রণ
  • অংশীদারি কারবার
  • শতাংশ
  • লাভ ও ক্ষতি
  • সরল সুদ
  • চক্রবৃদ্ধি সুদ
  • সময় ও কাজ
  • সময় ও দূরত্ব
  • সরলীকরণ
  • বর্গমূল ও ঘনমূল
  • পরিমিতি
  • Pedagogy for Mathematics

শিশুবিকাশ ও পেডাগজি (৩০ নম্বর)

  • শিশু বিকাশের মূলনীতি
  • বিকাশের ধারণা ও শিখনের সঙ্গে সম্পর্ক
  • বংশগতি ও পরিবেশের প্রভাব
  • সামাজিকীকরণের প্রক্রিয়া
  • বুদ্ধিমত্তা গঠনের সমালোচনামূলক পরিপ্রেক্ষিত ও বহুমাত্রিক বুদ্ধি
  • ভাষা ও চিন্তন
  • পিয়াজে, কোহলবার্গ ও ভাইগটস্কি নির্মিতিবাদ এবং সমালোচনামূলক পরিপ্রেক্ষিত
  • সামাজিক গঠন হিসেবে লিঙ্গ ও লিঙ্গ বৈষম্য
  • শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তি বৈষম্য
  • শিখনের সমস্যা
  • সৃজনশীল বিশেষ দক্ষতা সম্পন্ন শিক্ষার্থীদের সম্বোধন
  • প্রজ্ঞা ও প্রক্ষোভ
  • প্রেষণা ও শিখন
  • শিক্ষণ ও শিখনের মূল প্রক্রিয়া

পরিবেশ (৩০ নম্বর)

  • পরিবেশের সংজ্ঞা ও শ্রেণীবিভাগ
  • বাস্তু তন্ত্র
  • উদ্ভিদ জগত ও প্রাণিজগত
  • জীববৈচিত্র
  • পরিবেশ দূষণ
  • অরণ্য সংরক্ষণ নীতি
  • বজ্র ব্যবস্থাপনা
  • পরিবেশগত বিভিন্ন সমস্যা
  • পুষ্টি খাদ্য স্বাস্থ্য ও পরিবেশ
  • জল
  • বাসভূমি
  • পরিবেশ আইন
  • পরিবেশ আন্দোলন
  • Pedagogy for EVS

WB Primary TET Previous year question Download

No comments:

Post a Comment